ভারতে করোনায় আক্রান্ত ২৮ লক্ষ ৩৬ হাজার ৯২৫ জন,মৃত্যুও ৫৪ হাজার জন
আন্তর্জাতিক সংবাদ ডেক্সঃ
দৈনিক নতুন সংক্রমণ অগস্টের শুরু থেকেই ঘোরাফেরা করছিল ৫৫-৬৪ হাজারের মধ্যে। যা কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা এখনও অবধি সর্বোচ্চ পরিমাণে বাড়ল। যার জেরে দেশের মোট আক্রান্ত ২৮ লক্ষ পেরলো। দেশে করোনার জেরে মৃত্যুও ৫৪ হাজারের দোরগোড়ায় দাঁড়িয়ে। তবুও এর মধ্যেই স্বস্তি দিচ্ছে সুস্থ হওয়ার পরিসংখ্যান। পাশাপাশি সংক্রমণ হারও গত এক সপ্তাহ ধরে ৭/৮ শতাংশের আশেপাশেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে যে সংখ্যক কোভিড-১৯ পরীক্ষা হয়েছে, তা করোনাকালের মধ্যে সর্বোচ্চ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৯ হাজার ৬৫২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। ওই সময়ের মধ্যে, আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৬ হাজার ৯৭৭ ও ৪৯ হাজার ২৯৮ জন। অর্থাৎ এক দিনে আক্রান্ত বৃদ্ধির নিরিখে আমেরিকা ও ব্রাজিলের থেকে ভারতের এগিয়ে থাকার পরিসংখ্যান আজও অব্যাহত। এই বৃদ্ধির জেরে দেশে মোট করোনা আক্রান্ত হলেন ২৮ লক্ষ ৩৬ হাজার ৯২৫ জন। সেখানে বিশ্বে প্রথম স্থানে থাকা আমেরিকাতে মোট আক্রান্ত ৫৫ লক্ষ ২৯ হাজার ও দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে ৩৪ লক্ষ ৫৬ হাজার।
প্রতি দিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে, তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। গত এক সপ্তাহ ধরে এই হার রয়েছে নয় শতাংশের কম। যা বেশ স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার ৭.৫৮ শতাংশ। অগস্টের শুরু থেকেই দেশে করোনা পরীক্ষাও অনেক বেশি সংখ্যায় হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ৯ লক্ষ ১৮ হাজার ৪৭০ জনের। এক দিনে এত সংখ্যক পরীক্ষা এর আগে কখনও হয়নি।
Leave a Reply