সাভারে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ৩১৫ এ১ এর উদ্যোগে বঙ্গবন্ধু সেবা সপ্তাহ-২০২০” পালিত
রফিকুল ইসলাম জিল্লু,সাভার থেকেঃ
যথাযোগ্য মর্যাদায় কোরআন খতম ও দোয়ার মধ্য দিয়ে ঢাকার সাভারে পালিত হয়েছে “বঙ্গবন্ধু সেবা সপ্তাহ-২০২০”।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, ৩১৫ এ১ আজ দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাভারের হেমায়েতপুরে সুগন্ধা হাউজিংয়ের আলম নগরে উপস্থিত অতিথিরা সর্বস্তরের লোকদের মাঝে মাস্ক বিতরণ, বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক এপিএস ও সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, ল্য়ান্স ক্লাব ইন্টারন্যাশনালের জেলা গভর্নর লায়ন নজরুল ইসলাম সিকদার পিএমজেএফ, ১ম ভাইস জেলা গভর্নর আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ পিএমজেএফ, ২য় ভাইস জেল গভর্নর ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল পিএমজেএফ, জেলা সাধারণ সম্পাদক কৃষিবিদ লায়ন তারিকুল ইসলাম মাসুম পিএমজেএফ ও লিও জেলা চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম জিতু পিএমজেএফ,
ডিস্ট্রিক্ট এলসিএস কো-অর্ডিনেটর লায়ন কায়কোবাদ মোহাম্মদ শরিফুজ্জামান, লায়ন্স ক্লাব অব ঢাকা সেঞ্চুরি ৯৯ /৯৭ এর প্রেসিডেন্ট মুনতাসির সানিয়াত, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, ট্রেজারার নাজমা বেগম, লিও ডিট্রিক্ট প্রেসিডেন্ট জয়ন আরিফ, লিও ডিস্ট্রিক ভাইস-প্রেসিডেন্ট ৩ বাঁধন আহম্মেদ সহ আরও অনেকে।
Leave a Reply