সাভারে সাংবাদিক আজাদের শিশু সন্তান দাউদ এর ১ম জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
সাভারে সাংবাদিক শেখ এ কে আজাদের শিশু সন্তান শেখ মিজানুর রহমান দাউদ এর ১ম জন্মদিন পালনে কোরআন খতম,দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।
গত ২৪ আগষ্ট সকাল থেকে দুপুর পর্যন্ত বাসভবনে এ কোরআন খতম,দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
শিশুদের আর্জিতে রাতে কেক কেটে জন্মদিনের আয়োজন শেষ করা হয়।
এসময় নয়াবাড়ীর পাঁচতারা জামে মসজিদের ইমাম ও ক্বারী আব্দুল হামিদসহ ৬ জন কোরআনের আলেমগন কোরআন খতম দেন পরে জহুর নামাজের পর আল্লাহর নিকট দু-হাত তুলে দোয়া মনোজাত করা হয়।
সাংবাদিক শেখ এ কে আজাদ জানান,আমার সন্তান শেখ মিজানুর রহমান দাউদ যেন সকল সময় সুস্থ্যতা থাকে,তাকে যেন আল্লাহ নেক হায়াত দান করেন, আমার আশা সে যেন হাফেজ ও সমাজে-রাষ্ট্রের মধ্যে একজন ভাল আলেম হতে পারে সকলে দোয়া করবেন এবং আমরা যেন শয়তান থেকে মুক্ত থাকতে পারি আল্লাহর নিকট এই প্রার্থনা করি।
শেখ এ কে আজাদ মিডিয়া ভূক্ত জাতীয় দৈনিক আজকের সত্যের আলো,আনন্দটিভি,বাংলারচোখ এর সাংবাদিক তিনি সত্যের সংবাদ এর সম্পাদক,সাভার প্রেস মিডিয়া কল্যান সমিতির আহবায়ক।
তিনি এটিএন বাংলা ও বাংলাদেশ বেতারের সাংবাদিক শেখ আবুল বাশারের ছোট ভাই।
Leave a Reply