ধামরাইয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি জুলহাসকে প্রকাশ্যে হত্যা করেছে সন্ত্রাসীরা,ছুরিসহ আটক ২
শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার ধামরাই উপজেলায় কর্মরত বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির ও সিএনআই নিউজের জুলহাস উদ্দিনকে (৩৫) ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এসময় ঘটনার সাথে জরিত দুইজনকে আটক করেছে পুলিশ। তিনি ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি।
সাবেক স্ত্রীর স্বামীসহ দু’জনকে স্থানীয় জনগনের হাতে আটক করে দুই সন্ত্রাসীকে পুলিশের হাতেে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের নিকট এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে জুলহাসের সাবেক স্ত্রীর স্বামী শাহীন ও সহযোগী মোজাম্মেলকে আটকের পর পুলিশে দেয় স্থানীয়রা।
নিহত সাংবাদিক জুলহাস ওই ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। তিনি বেসরকারি টেলিভিশন বিজয় টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
বেসরকারি টেলিভিশন চ্যানেল (বিজয় টিভির) ধামরাই প্রতিনিধি সাংবাদিক জুলহাস উদ্দিন প্রকাশ্যে হত্যার প্রতিবাদে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক দীপক চন্দ্র সাহা জানান, পারিবারিক কলহের জেরে দুপুরের দিকে বারবারিয়া গ্রামের কালি মন্দিরের পাশে এক ব্যক্তি জুলহাসের ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়রা আশঙ্কাজনকভাবে জুলহাসকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি জানান, তার সাবেক স্ত্রীর স্বামীসহ দু’জনকে আটক করা হয়েছে। ছুরিটিও জব্দ করা হয়েছে।মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে। এর সাথে আরো কেউ জরিত রয়েছে কিনা মামলায় তদন্দ করে দেখা হবে।
Leave a Reply