সাবেক প্রতিমন্ত্রী এডঃ রহমত আলী এমপি’র ৭৫ তম জন্মদিন উপলক্ষে শ্রীপুরে দোয়া মাহফিল
মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর (গাজীপুর):
গাজীপুরের শ্রীপুরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও এম.পি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ রহমত আলীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০২০ইং তারিখে বাদ আছর উপজেলার শ্রীপুর ভবন জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে প্রয়াত রহমত আলীর পরিবারের পক্ষ থেকে মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয় ।
এ সময় গাজীপুর জেলা আওয়ামী লীগ, শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দোয়া মাহফিলে প্রয়াত রহমত আলীর পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এডভোকেট রহমত আলীর ছোট ছেলে অ্যাড.জামিল হাসান দুর্জয়, এডভোকেট রহমত আলীর একমাত্র কন্যা অধ্যাপিকা রুমানা আলী টুসী এম.পি সহ প্রয়াত রহমত আলীর দৈহিত্র শাহরিয়ার হাসান।ঢাকা থেকে অনলাইনে অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রয়াত রহমত আলীর পত্নী মিসেস নাদিরা রহমত। এ ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে দোয়া মাহফিলে যুক্ত হয়ে তার প্রয়াত পিতার জন্য দোয়া কামনা করেন এডভোকেট রহমত আলীর বড়ে ছেলে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.জাহিদ হাসান তাপস। দোয়া মাহফিল শেষে ছোট বোন অধ্যাপিকা রুমানা আলী টুসী সহ সকল নেতাকর্মী ও আত্নীয় স্বজনদের নিয়ে তার প্রয়াত পিতার কবর জিয়ারত করেন আলহাজ্ব অ্যাড.মোঃ জামিল হাসান দুর্জয়।
এ সময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বি.এ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ আহসান উল্লাহ, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামসুল হক বাদল সরকার,
শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক জি.এস শেখ মোঃ নজরুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ সম্পাদক অ্যাড. হারুন অর রশিদ ফরিদ, প্রবীন আইনজিবী অ্যাডভোকেট আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন শাহীন,
শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক আলহাজ্ব এস.এম জাহাঙ্গীর আলম সিরাজী, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ, শ্রীপুর উপজেলা যুবলীগ সভাপতি মোঃ কমরউদ্দিন, সাধারন সম্পাদক মো:মনিরুজ্জামান জামান, শ্রীপুর পৌর যুবলীগের সাবেক সভাপতি মোঃ কামরুল হাসান বিএ,গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, গাজীপুর জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জাহিদুল আলম রবিন,
গাজীপুর জেলাপরিষদের সদস্য আনোয়ার হোসেন সরকার, নুরুল ইসলাম শিমুল, শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব কবির হোসেন, সাধারণ সম্পাদক আইনুল হক, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সহ শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷
Leave a Reply