সাভারের চাপাঁইন এলাকায় সাব্বিরের নেতৃত্বে এক যুবকের উপর সন্ত্রাসী হামলা ঘটনার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে সাভার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চাপাঁইন এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে মোঃ সাজিদুল ইসলাম (সজিব) নামে এক যুবকের উপর এই হামলা ঘটনা ঘটে।পরে মোঃ সাজিদুল ইসলাম (সজিব) বাদী হয়ে সাভার মডেল থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাভার সদর ইউনিয়নের চাপাঁইন এলাকার চিহ্নত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ১।সাব্বির (২৯) পিতা-মৃত রেন্টু সরদার,২।নজরুল (৩২),৩।জুবায়ের উভয় পিতা -সোহরাব ও ৪।শাহিন সর্ব সাং -চাপাঁইন, সাভার, ঢাকাগনসহ মাঠে এসে ব্যাটমেন্টন খেলা বন্ধ করতে বলে। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়।পরে সাব্বির এর কাছে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে সাজিদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে বুক লক্ষ্য করে আঘাত করে।এতে সাজিদুল ইসলাম এর হাত গুরুতর রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ্য রয়েছে।
আহত সাজিদুল ইসলাম জানান,ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে চাপাঁইন এলাকার সাব্বির, নজরুলসহ আরো কয়েক মিলে খেলার মাঠে এসে ব্যাডমিন্টন খেলা বন্ধ করতে বলে।এক পর্যায়ে তারা মাঠে থাকা বৈদ্যুতিক লাইট বন্ধ করে দেয়।এক পর্যায়ে দুপক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়।পরে সাব্বির এর কাছে থাকা চাকু দিয়ে আকিব কে আঘাত করে।আমি সেই আঘাতকে প্রতিহত করতে গিয়ে আমার হাত গুরুতর রক্তাক্ত জখম হয়।
এলাবাসী ও প্রত্যেকদর্শীরা জানান, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে চাপাঁইন এলাকার সাব্বির, নজরুলসহ আরো কয়েক মিলে খেলার মাঠে এসে ব্যাডমিন্টন খেলা বন্ধ করতে বলে।মাঠে থাকা বৈদ্যুতিক লাইট বন্ধ করে দেয়।এক পর্যায়ে দুপক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়।পরে তাদের কাছে থাকা চাকু আঘাতে সাজিদুল ইসলাম এর হাত গুরুতর রক্তাক্ত জখম হয়।
এ ব্যাপারে বিবাদী সাব্বিরের সাথে যোগাযোগ করা হলে তিনি দাবী করেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। উল্টো বাদী পক্ষই আমার এবং আমাদের পরিবারের উপর হামলা চালায়।ঘরবাড়ি ও মটর সাইকেল ভাংচুর করে।
সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম জানান,হামলায় ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।এই ঘটনায় সুষ্ঠ ও সঠিক তদন্ত এর মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply