সাভারে ময়লা আবর্জনা পরে থাকা এক নারীর লাশ উদ্ধার
রফিকুল ইসলাম জিল্লু,সাভার থেকেঃ
ঢাকার সাভারে রেবেকা বেগম ( ৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সাভারের উলাইলের কর্ণপাড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে ঐ নারির লাশ উদ্ধার করা হয়।পরে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত ঐ নারি রাজবাড়ির পাংশা থানার বাগ বেষ্টপুর মাঝপাড়া গ্রামের মৃত মাহতাব আলীর মেয়ে।সাভার পৌরসভার সি আর পির শিমুলতলা এলাকার আঃ আজিজের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে উলাইল এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সাভার মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজিউর রহমান বলেন, নিহত ঐ নারীর পরিচয় পাওয়া গেছে তবে কীভাবে মৃত্যু হয়েছে, তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply