সাভারের ত্রান প্রতিমন্ত্রীর ডাঃ এনামুর রহমানের মাতার কুলখানী অনুষ্ঠিত
রফিকুল ইসলাম জিলু,সাভার থেকেঃ
সাভারে রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পার্বতীনগর এলাকায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মা শিরিয়া খানমের কুলখানী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ জোহর এর নামাজ শেষে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মসজিদে ত্রাণ প্রতিমন্ত্রীর মাতার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে কুলখানী উপলক্ষে আশুলিয়া ও সাভার থেকে আগত কয়েক হাজার মানুষের জন্য রান্না করা খাবার পোলাও খাসির মাংসের আয়োজন করা হয়।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের পক্ষে ঢাকা জেলার যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জি এস মিজান দোয়া ও মোনাজাত শেষে তোবারক বিতরণ করেন।
এ সময় আওয়ামিলীগসহ সেচ্ছাসেবগলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরাও তোবারক বিতরণ করেছেন।
কুলখানীতে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লা তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ সাভার উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও এনাম ক্লিনিকের ডাইরেক্টর ও সাংবাদিিক জাহিদুল রহমান জাহিদ ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান এমপি, বর্তমান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এর মা শিরিয়া খানম এমাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ সেপ্টেম্বর বিকেল ৩ টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। পরে রাত ৯ টা তালবাগ কবরস্থানে জানাযা শেষে দাফন সম্পন্ন করেন।
ডাক্তার এনামুর রহমানকে আর্তমানতার কাজ লক্ষে তার মা তাকে সাহস ও মনোবল যুগিয়েছেন।
সম্পাদনায়ঃ আবুল কালাম আজাদ।
Leave a Reply