সাভারে সক্রিয় মোবাইল চোর চক্রকে ৬৮ মোবাইলসহ ৪ জনে আটক করেছে র্যাব-৪
ডেক্স সংবাদঃ
সাভারের আশুলিয়া থেকে ৬৮টি চোরাই মোবাইলসহ মোবাইল চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৪। এ সময় উদ্ধার করা হয়েছে ৩৩টি স্মার্ট ফোনসহ ৬৮টি মোবাইল সেট।
রবিবার সকালে এই তথ্য নিশ্চিত করেন র্যাব-৪ এর কোম্পান কমান্ডার জমির উদ্দিন আহমেদ।
তিনি জানান, সাভার ও আশুলিয়ার বিভিন্ন বাসা-বাড়ি ও মার্কেট থেকে বিভিন্ন উপায়ে মোবাইল ফোন চুরি হয়ে থাকে। একটি সক্রিয় চক্র মোবাইল ফোন চুরির পর তা মজুদ করে বিক্রি করে আসছিল। র্যাব-৪ এর গোয়েন্দা তৎপরতায় এমন চক্রের সন্ধান মেলে আশুলিয়ার জামগড়া এলাকায়। সেখানে অভিযান চালিয়ে চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৩৩টি স্মার্ট ফোন ও ৩৫টি ফিচার ফোন।
আটককৃতরা হচ্ছে- আবুল কালাম, মহসিন আলী, সোহেলরানা এবং সুজন। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। দির্ঘদিন যাবৎ এরা সাভার ও আশুলিয়ায় থেকে মোবাইল ফোন চুরির বিশাল সিন্ডিকেট তারা গড়ে তুলে।
Leave a Reply