দুঃখিত বোন,নিলা খুনিদের কঠিন বিচার হোক
এ.কে.এম. আসাদুজ্জামান
আমি বলতে চাইলাম কি! আর তাঁরা বুঝলো কি!
“যেহেতু চিৎকার দেয় নাই তাহলে জোর করে নেয় নাই যদি জোর করে নিতো তাহলে চিৎকার দিতো”
এই কথাটা আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আসিফ নজরুল স্যারের একটি আরটিকেলে পড়েছিলাম। এ কথার মাধ্যমে সে বুঝাতে চেয়েছিলো যে, কেউ যদি সাহায্য চায় তাহলে আমরা তাকে সাহায্য করতে পারি আর যদি কেউ সাহায্য না চায় তাহলে আমরা তাকে সাহায্য করতে পারবোনা” বোন আমি ছেলেটাকে চিনিনা। আমিও চাই তোমার খুনির কঠিন বিচার হোক। তবে আমার কিছু প্রশ্ন আছে…..
১/ বোন তোমাকে যেহেতু ছেলেটা ১ বছর যাবত জ্বালাতন করতেছে তাহলে তোমার অভিভাবকরা কেনো আইনের শরণাপন্ন হলোনা? আজ যদি তারা আইনের শরণাপন্ন হতো তাহলে বোন হয়তো তুমি আজ আমাদের মাঝেই থাকতে। কিন্তুু এরকম ক্ষেএে আমরা লোক চক্ষুর ভয়ে আইনের শরণাপন্ন হইনা। এটা অসম্ভব রকমের একটা বোকামি।
২/ বোন ভাইয়ের সামনে থেকে কিভাবে ভয় দেখিয়ে বোনকে নিয়ে গেলো? এখানে-ও আমরা ভাই হিসাবে ব্যার্থ। আপন মানুষের কাছ থেকে যদি সাহায্য না পাই তাহলে বাহিরের মানুষের কাছ থেকেও সাহায্য আশাকরাটাও বোকামি।
৩/ বোন তুমি যেহেতু জানতে যে, ছেলেটা তোমার জন্য হুমকি সরুপ তাহলে তুমি কেনো কারো সাহায্য চাইলেনা বা কেনো চিৎকার করলেনা? বোন আমার বিশ্বাস তুমি যদি সাহায্য চাইতা তাহলে অবশ্যই কেউ তোমাকে সাহায্য করতো। এখানেও বোনটি আমার বোকামির পরিচয় দিয়েছে।
তাই এই বোকামি গুলির থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বোনটির মৃত্যুর পূবে আমরা একটু সতর্ক হলেই আজকে হয়তো অকালে বোনটিকে আমাদের হারাতে হতোনা। আর আমরা যদি এ ঘটনা থেকে শিক্ষা না নেই তাহলে এরকম হাজারো বোন আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে। মারা যাওয়ার পরে বিচার চাওয়ার আগে আমাদের উচিত বেঁচে থাকা অবস্থায় বোনদের সুরক্ষার ব্যাবস্থা করা। অনেকেই হয়তো বলবেন এ পরিস্থিতিতে এরকম সম্ভব নয় তাদের উদ্দেশ্য আমি বলবো পরিস্থিতিকে মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন। আসুন আমরা সবাই এ ঘটনা থেকে সতর্ক হই। বোনটির পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইলো।
২০১৪ সালে সন্ত্রাসীরা আমার বাবাকেও হত্যা করে ছিলো। এই যন্ত্রণা আমি খুব ভালো করে বুঝি। আমার বাবাকে হত্যার পূর্বে সন্ত্রাসীরা মোবাইলে হুমকি দিয়ে ছিলো তবুও সে সতর্ক হয়নি। তাই আজ আপনাদের কে সতর্কতার মূল্য বুঝাতে চেষ্টা করতেছি। আমার কোন কথায় কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে দয়া করে নিজ গুনে ক্ষমা করে দিবেন।
Leave a Reply