প্রায় দুই যুগে পদোন্নতি বঞ্চিত ইউআরসি ইন্সট্রাক্টরদের মাঠ পর্যায়ে হতাশা, দাবী যৌক্তিক পদোন্নতি
সত্যেরসংবাদডেক্সঃ
প্রাথমিক শিক্ষায় ২২/২৩ বছর চাকুরী করেও পদোন্নতি পাচ্ছেন না উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) এর দক্ষ ও মেধাবী ইন্সট্রাক্টরগণ। শিক্ষায় স্নাতক ও স্নাতকোত্তরধারী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইউআরসি ইন্সট্রাক্টরগণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একাডেমিক সুপারভিশন. লিডারশীপ, একিভূত শিক্ষা, আইসিটি, ০৮টি বিষয়ের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, নবনিয়োগপ্রাপ্ত ও প্রাক-প্রাথমিক শিক্ষকদের প্রারম্ভিক প্রশিক্ষণ, চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার প্রশিক্ষণ বাস্তবায়নে ম্যানুয়াল প্রণয়ন ও মনিটরিংসহ স্বল্পমেয়াদী বিভিন্ন প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষণ ও শ্রেণি কার্যক্রমে হাতে কলমে শিখন-শেখানো কার্যাবলী পরিচালনা করে শিক্ষকদের অধিক দক্ষ করে তু্লছেন। যার ফলে বেড়েছে শিক্ষার হার, বেড়েছে শিক্ষার মান, কমেছে ঝরে পড়া শিশু শিক্ষার্থীর হার। যা গুণগত ও মানসম্মত টেকসই প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইউআরসি। অভিভাবক ও মা সমাবেশ (ঝরে পড়া রোধ, শিশুস্বাস্থ্য, পুষ্টি ও খাদ্য, উপস্থিতি বৃদ্ধি, শিখন পরিবেশ ইত্যাদি), শিক্ষকদের প্রযুক্তিগত সহায়তা, শিক্ষকদের ডাটাবেজ, এ্যাকশান রিসার্চ এর মাধ্যমে সমস্যা চিহ্নিত ও সমাধানের উপায় নিরুপণ, সমাপনি পরীক্ষায় দায়িত্বপালনসহ প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে ইন্সট্রাক্টরের নেতৃত্বে ইউআরসির নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কাজ (সরকারি কাজ তদারকি, নির্বাচন পরিচালনা, জাতীয় প্রোগ্রাম বাস্তবায়নসহ উর্ধতন কর্তৃপক্ষের আদিষ্ট কাজ) আন্তরিক ও সুনামের সাথে পালন করে যাচ্ছেন। বৈশ্বিক মহামারি করোনায় ও অন্যান্য দুর্যোগে উপজেলা প্রশাসনের নেতৃত্বে জনগনের সেবা করতে গিয়ে ইন্সট্রাক্টর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্বজনদের কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে। করোনার ভয়াল থাবায় যখন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তখন ইন্সট্রাক্টরের নেতৃত্বে ইউআরসি অনলাইন ক্লাশ পরিচালনায় শিক্ষকদের প্রশিক্ষিত করা, ইউটিউব চ্যানেল এ ক্লাসের ভিডিও আপলোড করা, বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ পরিচালনাসহ শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছেন। বর্তমান সরকারের চিন্তা থেকে সৃষ্ট ইউআরসি উপজেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাডেমিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। উপজেলার শিক্ষকগণ নিজ উপজেলায় প্রশিক্ষণ গ্রহণ ও একাডেমিক সহযোগিতা পাওয়ায় সরকারের অনেক ব্যয় সংকোচন হয়েছে যা সরাসরি মানসম্মত শিক্ষা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে পরিপূর্ণ করতে প্রত্যক্ষ সহযোগিতা করছে।
দুঃখজনক ভাবে বর্তমান সরকারের আমলে যেখানে প্রাথমিক শিক্ষার সকলেরই পদোন্নতি পাচ্ছে সেখানে শুধুমাত্র ইউআরসি ইন্সট্রাক্টরগণকে পদোন্নতি
বঞ্চিত করা হচ্ছে। ফলে তাঁদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। ইউআরসি ইন্সট্রাক্টরের ফিডার পদ যেহেতু সহকারি সুপারিনটেনডেন্ট (পিটিআই) তাই দীর্ঘদিন প্রচেষ্টার মাধ্যমে সম্প্রতি ৬৬টি সহকারি সুপারিনটেডেন্ট পদ সৃষ্টি ও পদায়নের অনুমোদন হয়েছে। উক্ত পদ সৃষ্টির ফলে পিটিআইতে সহকারি সুপারিনটেনডেন্ট পদটি একটির স্থলে দুটিতে উন্নীত হয়েছে। পিটিআই এবং ইউআরসি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পদ দুটির একটিকে সহকারি সুপারিনটেনডেন্ট (পিটিআই) এবং দ্বিতীয়টিকে সহকারি সুপারিনটেনডেন্ট (ইউআরসি) নামে চিহ্নিত করা যায়। সহকারি সুপারিনটেনডেন্ট পদে তাদের পদোন্নতিতে চলতি দায়িত্ব প্রদান করা হলে তাদের মধ্যে হতাশা দূর হবে এবং মাঠ পর্যায়ের কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে। উল্লেখ্য-প্রতি বছর বিশেষ কৃতিত্বের জন্য ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণপদক প্রদান করা হয়। এছাড়া সরকারের বৃত্তি নিয়ে প্রতিবছর অনেক ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টরগণ বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে প্রাথমিক শিক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। শিক্ষা গবেষণায় উচ্চতর ডিগ্রী অর্জনধারীদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে সহকারি বিশেষজ্ঞ, এবং এনসিটিবি পদে সংযুক্তি দেওয়া যেতে পারে।
এ বিষয়ে বাংলাদেশ ইউআরসি ইন্সট্রাক্টর কল্যাণ সমিতির সভাপতি তরিকুল ইসলাম সেগুন বলেন, “ইন্সট্রাক্টর পদে প্রায় ২২ বছর যাবৎ চাকুরী করছি। শিক্ষক, সহকারি ইন্সট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, পিটিআই ইন্সট্রাক্টরসহ সকলেরই পদোন্নতি হচ্ছে কিন্তু আমাদের কোন পদোন্নতি নেই বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি দ্রুত পদোন্নতিতে চলতি দায়িত্ব প্রদানের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও উর্ধ্বতন কর্মকর্তা এবং মহাপরিচালক (প্রাশিঅ) এর প্রতি অনুরোধ জানান। সেই সাথে শূণ্যপদে জনবল নিয়োগ, অতি দ্রুত সমন্বিত নিয়োগ বিধিমালা ২০২০ অনুমোদন ও বাস্তবায়ন, প্রশিক্ষণ কক্ষ সম্প্রসারণ, একজন সহকারী ইন্সট্রাক্টর (আইসিটি), একজন অফিস সহকারী নিয়োগ, ইউআরসিতে বছরব্যাপী আইসিটি প্রশিক্ষণসহ অন্যান্য প্রশিক্ষণ প্রদানে তিনি জোর দাবী জানান।
Leave a Reply