সাভারে ছিনতাইকারীদের হাতে রাবি শিক্ষার্থী খুনের ঘটনায় গ্রেপ্তার ২
রফিকুল ইসলামজিল্লুঃ সাভারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কলেজ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান (৩২) খুন হওয়ার তিনদিন পর দুই হত্যাকারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪। সোমবার রাতে সাভারের রাজাশন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার নিজাম শরীফের ছেলে আজাদ শরীফ (২৯), ও সাভারের ডগরমোড়া এলাকার আব্দুল গণির ছেলে রনি ওরফে ডগি রনি (৩০)। হত্যাকারী দুজনই সাভার আশুলিয়াসহ বিভিন্ন এলাকার পেশাদার ছিনতাইকারী এবং এ হত্যাকান্ডে অংশ নেয়া আরো দুইজন পলাতক রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৪ জানায়, গত ২৪ অক্টোবর ভোরে রাজশাহী বিশ^বিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯ সালের স্নাতকোত্তর ব্যাচের সাবেক শিক্ষার্থী রাজশাহী জেলার দূর্গাপুর থানার নওয়াপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান একটি দুর পাল্লার বাস থেকে সাভারের শিমুলতলা এলাকায় নামেন। বাস থেকে নামার পর সিআরপি সড়কে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে এবং তার কাছে থাকা টাকা পয়সাসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় মোস্তাফিজুর ছিনতাইকারীদের বাঁধা দিলে তারা তাকে এলোপাথারী ছুরিকাঘাত করে তার সাথে থাকা মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান মোস্তাফিজুর। হত্যাকান্ডের ঘটনায় নিহতের পিতা মজিবুর রহমান গত সোমবার অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এঘটনায় সাভার মডেল থানা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর পাশাপাশি হত্যাকারীদের ধরতে মাঠে নামে র্যাব। পরে সোমবার রাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে র্যাব-৪ এর এসআই কাউসার মাদবরের নেতৃত্বে একটি দল দুই হত্যাকারীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এবিষয়ে র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, আটক দুইজনকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ হত্যাকান্ডে জড়িত অন্যান্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply