গোবিন্দগঞ্জে জ্বীনের বাদশার বাড়ীতে জ্বীনের বাদশা জ্বীনের রাণী গ্রেফতার
গাইবান্ধার গোবিন্দগঞ্জের জ্বীনের বাদশার বাড়ীতে অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় জ্বীনের বাদশা হেলাল মিয়ার সহযোগী আনারুল ও জ্বীনের রাণী খ্যাত হেলাল মিয়ার স্ত্রী রওশন আরাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে,সোমবার (০৯ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ থানার এসআই শফিকুল, এএসআই সাইফুল ইসলাম-২, মোহাম্মদ আলী, ও মোমিনুল এর সমন্বয়ে একটি টিম গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের মারিয়া সাহেববাড়ী গ্রামের বিভিন্ন মামলায় পলাতক আসামী হেলাল এর শয়ন কক্ষের টেবিলের ড্রয়ার হতে তল্লাশি চালিয়ে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করে।
এসময় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা মজুদ রাখা ও বিক্রির দায়ে মাদক ব্যাবসায়ী হেলাল মিয়ার স্ত্রী রওশন আরাকে আটক করে পুলিশ। এসময় হেলালের সহযোগী আনারুলকেও আটক করে পুলিশ।আনারুল একই গ্রামের আব্দুল মালেক মিয়ার পুত্র।
এলাকাবাসী জানায় হেলাল মিয়া এলাকায় জ্বীনের বাদশা তার স্ত্রী রওশন আরা জ্বীনের রাণী হিসেবে পরিচিতি রয়েছে। অভিযোগ রয়েছে তারা দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোনে কন্ঠ নকল করে জ্বীনের বাদশা ও জ্বীনের রাণীর পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। সম্প্রতি জ্বীনের ব্যাবসায় ভাটা পড়ায় তারা ইয়াবা ব্যাবসায় মনোযোগ দিয়েছে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান
উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৩৬ হাজার টাকা। এই বিষয়ে তাহাদের বিরুদ্ধে অত্র থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। আসামী আনারুলের বিরুদ্ধে পূর্বের ০২টি মাদক ও নারী শিশু মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
Leave a Reply