ঢাকায় গাড়ী পুরানোর প্রতিবাদে সাভারে প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারের হেমায়েতপুরে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ।
১২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা (৭.২৫) মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে এবং বাসে আগুন দেওয়ার ঘটনার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ সাজা দাবি জানিয়ে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল বেড় করা হয়। প্রতিবাদ মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে প্রদক্ষিণ হয়।
এ সময় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাহেম মোল্লা বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুর নির্মল চন্দ্র গুহ ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান বাবু, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ। এছাড়াও তিনি আরো বলেন, দেশের যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সর্বদায় প্রস্তুত রয়েছেন। এবং যারা দেশের ক্ষতি করতে চায় ও যারা দেশের মানুষের ক্ষতি করে কেউ ছাড় পাবে না। যতক্ষণ পর্যন্ত দোষীদের দৃষ্টান্তমূলক সাজা হবে আমরা শান্তিপূর্ণ ভাবে আমাদের এই প্রতিবাদ চালিয়ে যাব।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক টিপু সুলতান, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক জাবেদ মোল্লা, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক নাছির আলী মাহবুবসহ সাভার ও আশুলিয়ার সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে রাত আট দিকে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ফকরুল আলম সমর এর নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরসহ
প্রতিবাদ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন
ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।
Leave a Reply