সাভার উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মেয়র পদে প্রত্যাশী মানিক মোল্লার মত বিনিময়
শেখ এ কে আজাদ,সাভার থেকে: সাভার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন সাভার পৌর সভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা।
বৃহষ্পতিবার (১২ নভেম্বর) সাভারের একটি কমিউনিটি সেন্টারে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি মতবিনিময় সভার আয়োজন করেন। এ সময় নজরুল ইসলাম মানিক মোল্লা বলেন, গতবার মেয়র হিসেবে প্রতিদ্বন্দিতা করতে চাইলে তাঁকে স্থানীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানের মধ্যস্থতায় এইবারের নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যে কারণে মেয়র পদে এবার তাঁর নির্বাচন করার পালা বলে তিনি জানান। সাভার পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা আরো বলেন, আগামী পৌরসভা নির্বাচনে সাভার পৌরসভা থেকে মেয়র হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি । এবার মনোনয়ন পেয়ে জনগনের জন্য তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে প্রথম শ্রেণীর এই সাভার পৌরসভাকে ব্যাপক উন্নয়ন করবেন এবং স্থানীয় সংবাদকর্মীর সহযোগিতা কামনা করেছেন। মত বিনিময় সভায় স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী,সুশীল সমাজ ও আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পদকসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply