সাভারের রেডিওকলোনি বাসস্ট্যান্ডে মাস্ক ব্যবহার নিশ্চিতে মহাসড়কে র্যাব ৪ এর অভিযানে জরিমানা
রফিকুল ইসলাম জিল্লুঃ
সরকারি নির্দেশনা অনুযায়ী করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে এবার মহাসড়কে নেমেছে র্যাব সদস্যরা।
সাভারে রেডিও কলোনি বাসস্ট্যান্ডে মাস্ক ব্যবহার নিশ্চিতে মহাসড়কে র্যাব ৪ এর অভিযানে জরিমানা।
বুধবার বিকেল ৩ টার দিকে সাভারের রেডিও কলোনি বাসস্ট্যান্ডে লেগুনা বাস, মিনিবাস ও মটরসাইকেলে এ অভিযান চালানো হয়। এদিন মাস্ক ব্যবহার না করায় ২০০- ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। এসময় রিক্সা চালক ও পথচারীদের নিজহাতে মাক্স পরিয়ে দেন র্যাব ৪ এর সদস্যরা ।
এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী মেজিস্ট্রেট, মোঃ আনিছুর রহমান ও মেজর আদনান তফাদার।
এ সময় মেজর আদনান বলেন মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচানার পাশাপাশি দরিদ্র শ্রেণির জনগণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।র্যাবের এই ধরনের ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে বলে জানান তিনি।
সম্পাদনায়ঃআবুল কালাম আজাদ।
Leave a Reply