শেখ এ কে আজাদ,নিজস্ব প্রতিবেদকঃ
সাভারে এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
২৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে সাভার পৌরসভার আড়াপাড়া এলাকার ওয়াসিল উদ্দিন আহমদনগর মাদ্রাসার ১৫০ জন এতিম শিক্ষার্থীর মাঝে এই শীত বস্ত্র বিতরণ করেন তিনি।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব জানান, প্রতিবারের তুলনায় সাভারসহ সারাদেশে এবার শীতের তীব্রতা বেশি। এই শীতে কোন এতিম শিশু যাতে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে এতিমদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। তাছাড়া এই এতিমখানার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। এ মাদ্রাসা চার তলায় রুপান্তরিত করতে উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি। এছাড়া মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের জন্য ২১ বান্ডিল টিন দেওয়ার ঘোষণা দেন মঞ্জুরুল আলম রাজীব।
শীত বস্ত্র বিতরণ কালে এসময় অন্যান্যের মধ্যে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, যুবলীগ নেতা জাহিদ খান, শ্রমিকলীগ নেতা কবির হোসেন, ওয়াসিল উদ্দিন আহমদনগর মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও বিপুল সংখ্যক শিশু শিক্ষার্থীসহ আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply