শিক্ষানুরাগী আলীনুর রহমান খান সাজু আর নেই
সত্যের সংবাদঃসাভারের সর্বজনীয় শ্রদ্ধেয় মুরুব্বি, ভালবাসার প্রান প্রিয় মানুষ বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, রাজনীতিক এবং মিডিয়া বান্ধব ব্যক্তিত্ব আলীনুর রহমান খান সাজু আর নেই। তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর ষ্ট্রোক জনিত রোগে ঢাকার একটি হাসপাতালে গুরুত্বর অবস্থায় চিকিৎসাধীন থেকে আজ বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেছেন( ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজেউন) ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর।তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাভারের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আলীনুর রহমান খান সাজু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান,রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মরহুমের শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
তার ১ম নামাজের জানাযা মাগরিব নামাজের পর সাভার সরকারি কলেজের ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা নামাজ মরহুমের গ্রামের বাড়ি সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মনসুরবাগ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে । পরে তাঁকে মনসুরবাগ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
তার মাগফেরাত কামনার জন্য দোয়া চেয়েছেন নিকটস্থ আত্মীয় স্বজন ও সাভার সরকারি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ দিল আফরোজা ও সাভার পৌর প্যানেল মেয়র মানিক মোল্লাহ।
হে আল্লাহ ওনাকে আখিরাত ও কিয়ামত দিবসে নাজাত দান করুন-আমিন। -বিজ্ঞপ্তি
সাংবাদিক জাহিদুর রহমান তার ফেসবুক শেয়ারে জানিয়েছেন তা তুলে ধরা হলো…
না ফেরার দেশে সাভারের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক আলীনূর রহমান খান সাজু ভাই।(ইন্নালিল্লাহি—–রাজিউন)। করোনার ছোবলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১১ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।
গত ২৩ নভেম্বর সর্বশেষ একসাথে ছিলাম আমরা। সাভার প্রেসক্লাবের নির্বাচন পরিচালনায় কমিশনার হিসেবেও মনোনীত হয়েছিলেন। কাজ-ও শুরু করেছিলেন। সেটা আর শেষ করা হলো না।
এটাই বাস্তবতা। আসলে জীবনটা এমনই। বেঁচে থাকতে আমরা কত্তো বড়াই করি। কত পরিকল্পনা করি। ক্ষমতা, পরশ্রীকাতরতা, হিংসা, বিদ্বেষ,লোভ আমাদের অন্ধ করে দেয়। কিন্তু একবারও ভাবি না,জীবন মানেই মৃত্যুর জন্য অপেক্ষা।
আপনার প্রতি আমার অনেক ঋন সাজু ভাই। আপনার সঙ্গে দুঃখ,কষ্টের অনেক স্মৃতি। আপনি ছিলেন ইতিহাস ধারণ করা একজন বিজ্ঞ অভিভাবক। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল।
গভীর শোক ও সমবেদনা আপনার পরিবারের প্রতি। যেখানেই থাকুন, ভালো থাকবেন সাজু ভাই।
Leave a Reply