সাভার পৌর সাধারন নির্বাচনে মেয়র পদে ৪ ও কাউন্সিলর পদে ৫৯ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা,বাছাই ২২ ডিসেম্বর
শেখ এ কে আজাদ ও রফিকুল ইসলাম জিল্লু থেকেঃ
ঢাকা জেলার সাভার পৌরসভা নির্বাচনে মনোয়নপত্র দাখিলের ২০ ডিসেম্বর রবিবার পর্যন্ত দিন ছিল শেষ এদিন পর্যন্ত ৪ জন মেয়র প্রার্থী ও সাধারন কাউন্সিলর ৪৯ জন,সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন মোট ৬৩ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণের জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন,বাছাই পর্ব ২২ ডিসেম্বর, ভোট ১৬ জানুয়ারি।
রবিবার শেষ দিন সকালে হতে বিকাল ৫ টা পর্যন্ত প্রার্থীরা তাদের নেতাকর্মীদের সাথে নিয়ে
সিনিয়র জেলা রিটার্ণিং কার্যালয় ও সাভার পৌর নির্বাচনী রিটার্ণিং অফিসারের কার্যালয়ের সাভার সরকারী কলেজে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
এসময় সাভার পৌরসভার নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে মেয়র পদে ২০ ডিসেম্বর রবিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র হাজী আব্দুল গণি মনোনয়নপত্র দাখিল করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামরুজ্জামান, গোলাম ফয়েজ উদ্দিন খান শিহাব,সাভার উপজেলা বেশীরভার ইউনিয়নের চেয়ারম্যান সহ অসংখ্য নেতাকর্মী। পরে দুপুর আড়াইটারদিকে ইসলামি আন্দোলনের প্রার্থী মো: মোশারফ হোসেন মনোনয়নপত্র দাখিল করেন।এসময় তার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তারপর পরই বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সাবেক পৌরসভার মেয়র ও পৌর বিএনপি’র সভাপতি হাজী মো: রেফাত উল্লাহ নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
বিকাল ৫ টায় সর্বশেষ মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিনিয়র জেলা রিটার্ণিং অফিসার ও সাভার পৌর রিটার্ণিং এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন আক্তারুজ্জামান কুটি মোল্লা। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাভার সরকারী কলেজের উপাধ্যক্ষ দিল আফরোজ প্রমুখ।
সাভার পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট ১০ জন প্রার্থী। ১, ২ ও ৩ আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড থেকে ২ জন এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড থেকে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সাভার পৌরসভার সাধারণ ৯ টি ওয়ার্ড থেকে মোট ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তাদের মধ্যে ১ নং ওয়ার্ড থেকে ৭ জন, ২ নং ওয়ার্ড থেকে ২ জন, ৩ নং ওয়ার্ড থেকে ৭ জন, ৪ নং ওয়ার্ড থেকে ৪ জন, ৫ নং ওয়ার্ড থেকে ৭ জন, ৬ নং ওয়ার্ড থেকে ৯ জন, ৭ নং ওয়ার্ড থেকে ৬ জন, ৮ নং ওয়ার্ড থেকে ৩ জন এবং ৯ নং ওয়ার্ড থেকে ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
সাভার পৌরসভা সাধারন নির্বাচনে রিটার্ণিং অফিসারের দায়িত্ব পালন করছেন ঢাকা জেলার সিনিয়র নির্বাচন অফিসার মো: মুনীর হোসাইন খান। তিন জন সহকারী রিটার্ণিং অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন। তারা হলেন, সাভার উপজেলা নির্বাচন অফিসার ফখর উদ্দিন শিকদার, কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো: আ: আজিজ ও মিরপুর থানা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহজালাল।
Leave a Reply