জাতীয় পার্টি ক্ষয়িষ্ণু নয়, জাতীয় পার্টি এখন বর্ধিষ্ণু রাজনৈতিক দল। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি জয়ের জন্য প্রতিদ্বন্দতা করবে। আমরা চাই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ হবে। মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বনানী অফিস মিলনায়তনে তিনি এসব কথা বলেন। এসময় সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলামের নেতৃত্বে শতাধিক সেনা সদস্য জাতীয় পার্টি চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের যোগ দেয়া সাবেক সেনা কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বক্তৃতা করেন।
জিএম কাদের বলেন, আশা করছি, নির্বাাচন সুন্দর সুষ্ঠ হবে। জাতীয় পার্টি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে মেয়র এবং প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর পদেও মনোনয়ন দেবে জাতীয় পার্টি। দেশের মানুষ জাতীয় পার্টিকে ভোট দিতে প্রস্তুত। এজন্য সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, নবাগতদের স্বাগত জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় রাজনীতি করে দেশ ও জাতির জন্য। জাতীয় পার্টির সময় এখন শুধুই জয়ের পথে এগিয়ে চলার।
এসময় বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, আমরা দেশব্যাপী পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শকে ধারণ করে আগামী নির্বাচনের আগেই দলকে জয়ের জন্য প্রস্তুত হওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাই।
এসময় আরো বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম এমপি, এস.এম. ফয়সল চিশতী, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি, উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, সোহেল মোঃ রানা এমপি, ডা. রুস্তম আলী ফরাজী এমপি, আহসান আদেলুর রহমান আদেল এমপিসহ আরো অনেকে।
Leave a Reply