সাভার পৌর নির্বাচনে মনোনয়নপত্র বৈধ ঘোষনা করায় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফারুক অভিনন্দন জানিয়েছেন
সত্যেরসংবাদঃ
সাভার পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডের রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী ফারুক হোসেনের মনোনয়নপত্র নির্বাচন রিটার্নিং কর্মকর্তা মনীর হোসাইন খান বৈধ ঘোষণা করায় এলাকাবাসীকে সালাম ও অভিনন্দন জানিয়েছেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এম জাহেরুল আহসান ফারুক।
তিনি সাভার উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাংগঠনিক সম্পাদক ও এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক।
তিনি বলেছেন মনোনয়নপত্র বৈধ হওয়ায় আগামী ১৬ জানুয়ারী নির্বাচনে সকলের দোয়া কামনা করছি। আমি রাজনৈতিক নেতা,ব্যবসায়ী,সমাজসেবক হয়ে দরিদ্র জনগণের মাঝে সেবক হিসেবে কাজ করেছি ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ।
তিনি আরো জানান ৩০ ডিসেম্বর নির্বাচনে প্রতিক বরাদ্দ হবে প্রতিক পাওয়ার পর নির্বাচনে কর্মী সমর্থক এলাকাবাসীকে নিয়ে জনসংযোগ করবেন।
উল্লেখ্য. তার পিতা নবীন থেকে প্রবীন আওয়ামীলীগের রাজনৈতিক নেতা হিসেবে দলের জন্য নিবেদিত প্রান বর্তমানে সাভার উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এম এম কামরুল কামরুল আহসান ( সোনাহর) দ্বায়িত্ব পালন করছেন।
সম্পাদনায়ঃ আবুল কালাম আজাদ।
Leave a Reply