সাভারে পৌর নির্বাচনে সতন্ত্র প্রার্থী কুটি মোল্লার পৌরবাসীর নিকট দোয়া কামনা
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করে সাভার পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান সাবেক ঢাকা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ আক্তারুজ্জামান কুটি মোল্লা। এখনো গনসংযোগে নামেনি, প্রতিক বরাদ্দের মাধ্যমে এলাকায় গনসংযোগে নামবেন তিনি।
তিনি বলেন বিগত দিনে সাভার পৌরসভায় তেমন উন্নয়ন হয়নি। বর্তমানে যে সমস্যাগুলো এখনো পৌরবাসীর দেখছে তা হলো,গরীব ও দুঃখী মানুষের পাশে প্রতিশ্রুতি দিলেও জনপ্রতিনিধিকে নিকটে পায় না। আমি নির্বাচিত হতে পাড়লে
পৌর এলাকার স্কুল,কলেজ, মসজিদ-মাদ্রাসা,রাস্তাঘাট,পানি নিষ্কাশন,
সহ নানা উন্নয়নমূলক কাজ করবো ইনশাল্লাহ।
তিনি আরো বলে পূর্বে থেকে রাজনীতিতে যুক্ত ছিলাম এখন আর নেই, সকল জনগনের জন্য আমার অঙ্গীকার থাকবে পৌর এলাকায় কোন ময়লা আবর্জনা থাকবে না,ইমাম-মোয়াজ্জেমের সম্মানী ব্যবস্থা করা । পরিকল্পিত শহর গড়তে বদ্ধপরিকর থাকবো।
পৌরবাসীর নিকট দোয়া কামনা করে আগামী ১৬ জানুয়ারী তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে এমনটাই প্রত্যাশা করেছেন।
Leave a Reply