সাভারে পৌর নির্বাচনে সতন্ত্র প্রার্থী কুটি মোল্লা মসজিদে মসজিদে নামাজ আদায়ের পর গনসংযোগ করে পৌরবাসীর নিকট দোয়া কামনা
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করে সাভার পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান সাবেক ঢাকা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ আক্তারুজ্জামান কুটি মোল্লা। তিনি ২ নম্বর ওয়ার্ডে আড়াপাড়া বিকেল থেকে মসজিদে মসজিদে নামাজ আদায়ের পর গনসংযোগ করে নিকট পৌরবাসীর নিকট দোয়া কামনা করেছেন।
তিনি বলেন বিগত দিনে সাভার পৌরসভায় তেমন উন্নয়ন হয়নি। বর্তমানে যে সমস্যাগুলো এখনো পৌরবাসীর দেখছে তা হলো,গরীব ও দুঃখী মানুষের পাশে প্রতিশ্রুতি দিলেও জনপ্রতিনিধিকে নিকটে পায় না। তিনি নির্বাচিত হতে পাড়লে
পৌর এলাকার স্কুল,কলেজ, মসজিদ-মাদ্রাসা,রাস্তাঘাট,পানি নিষ্কাশন,
সহ নানা উন্নয়নমূলক কাজ করবো ইনশাল্লাহ।
তিনি আরো বলেন পূর্বে থেকে রাজনীতিতে যুক্ত ছিলাম এখন ব্যবসার সাথে জরিত। সকল জনগনের জন্য আমার অঙ্গীকার থাকবে পৌর এলাকায় কোন ময়লা আবর্জনা থাকবে না,ইমাম-মোয়াজ্জেমের সম্মানী ব্যবস্থা করা । পরিকল্পিত শহর গড়তে বদ্ধপরিকর থাকবো
মোঃ আক্তারুজ্জামান কুটি মোল্লা তিনি আরো বলেন,সাভার পৌর নির্বাচনের প্রতিক হিসেবে নারিকেল গাছ চেয়েছেন। আশা করছেন সেই প্রতিক সাভার পৌর রিটার্নিং কর্মকর্তা তাকে প্রতিক বরাদ্দ দিবে।সেই প্রতিক আর প্রতিশ্রুতি নিয়ে পৌর এলাকায় গনসংযোগ করা হবে।
পৌরবাসীর সকলের নিকট দোয়া কামনা করে আগামী ১৬ জানুয়ারী তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে এমনটাই প্রত্যাশা করেছেন।
উল্লেখ্য,সাভার পৌর নির্বাচনে তিনজন প্রার্থী দলীয় মনোনয়ন নিয়ে সাভার পৌর নির্বাচনে অংশ গ্রহন করছেন এবং একজন সতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। তারা হলো আওয়ামীলীগের বর্তমান মেয়র হাজী আঃ আব্দুল গনি, বিএনপির সাবেক মেয়র আলহাজ্ব রেফাত উল্লাহ ও ইসলামী আন্দোন বাংলাদেশের মোঃ মোশাররফ হোসেন এবং সতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ আক্তারউজ্জামান কুটি মোল্লা।
Leave a Reply