ধামরাই পৌর নির্বাচনে সাংবাদিকের ওপর হামলা
ধামরাইঃসারাদেশে প্রথম ধাপে ২৪ টা পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয় আজ সকাল ৮ টা থেকে বিকাল চারটা পর্যন্ত। তারই ধারাবাহিকতায় ঢাকার ধামরাই পৌর নির্বাচনে অনিয়মের ছবি তোলায় প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি জহির রাইহানের ওপর হামলা চালিয়েছে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার। সোমবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে পৌর সভার ইসলামপুর ৩ নং ওয়ার্ডের কলেজিয়েট স্কুল ভোট কেন্দ্রে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা প্রিজাইডিং অফিসার হলেন আজিজুল হক। তিনি ওই সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে তার ওপর হামলা চালান।
জহির রায়হান জানান, ওই ভোট কেন্দ্রে অনিয়মের খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে যাই। সেখানে প্রিজাইডিং অফিসার জোর করে নৌকায় ভোট প্রদানে বাধ্য করছিলো প্রিজাইডিং অফিসার। এসময় ছবি তুললে চড়াও হয়ে আমার ওপর হামলা চালায় আজিজুল হক। তিনি আমার মোবাইল কেড়ে নিয়ে পুলিশের কাছে দিলে উঠানো ছবি ডিলিট করে মোবাইল ফেরত দেন। আমি আগুলে চোট পেলে প্রাথমিক চিকিৎসা নেই।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, এ বিষয়ে আমি জানি না। তাছাড়া আমি অন্য কেন্দ্রে দায়িত্বে রয়েছি। -ডেক্স সংবাদ।
Leave a Reply