নির্বাচন আচরন বিধি মেনেই ভোটারদের নিকট ভোট প্রার্থনা করবেন বলে জানালেনঃ পাঁচ নং ওয়ার্ডের কাউন্সির প্রার্থী দিলু
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভার পৌর রিটার্নিং কার্যালয় থেকে বুধবার দুপুরে
উটপাখী প্রতিক বরাদ্দের পর নির্বাচন করে সাভার পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দেলোয়ারে হোসেন দিলু গনসংযোগ করে যাবেন এবং নির্বাচন আচরন বিধি মেনেই ভোটারদের নিকট ভোট প্রার্থনা করবেন বলে জানালেন সাংবাদিকদের।উটপাখী বরাদ্দের পর সমর্থকগন ক্যাম্পে সৌজন্য দেখা করেছেন। তিনি বুধবার সন্ধ্যা থেকে তার ক্যাম্প থেকে গনসংযোগে উটপাখী প্রতিকে ভোট প্রার্থনা করবেন।
এসময় সাভার উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ এর ধর্ম বিষয়ক সম্পাক সোহেল বাবু উপস্থিত ছিলেন।
Leave a Reply