এবারও মেয়র পদে নির্বাচিত হতে পাড়লে জনগনের আরো দোরগোড়ায় উন্নয়ন পৌছাবে ইনশাল্লাহ.সাভার পৌর মেয়র প্রার্থী গনি
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
আজ বুধবার আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিক বরাদ্দ পেল সাভার পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুল গনি। প্রতিক পেয়ে হাজী আব্দুল গনি পৌর এলাকাবাসীর নিকট দোয়া কামনা করছেন।
ঢাকা জেলার সিনিয়র নির্বাচন অফিসার ও সাভার পৌর সহকারী রিটার্ণিং অফিসার মো: মুনীর হোসাইন খান এর নিকট থেকে প্রতিক বরাদ্দ নেন তিনি।
নৌকা প্রতিক বরাদ্দ পেয়ে সকলের দোয়া ও ভোট কামনা কামনা করছেন,তিনি আরো বলেন এবারে মেয়র নির্বাচিত হয়ে সাভার বাসী উন্নয়ন দেখতে পেয়েছে তাদের যাতায়াত ব্যবস্থা ভাল হয়েছে, এবারও নির্বাচিত হতে পাড়লে জনগনের আরো দোরগোড়ায় উন্নয়ন পৌছাবে ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা রিটার্নিং অফিসার ফখরুদ্দিন সরকার, সাভার পৌর সহকারী রিটার্নিং অফিসার আঃ আজিজ,সহকারী রিটার্নিং অফিসার মোমিনুল ইসলাম, মোঃ শাহাজাল সহ অন্যান্য অফিসার বৃন্দ।
Leave a Reply