সাভার পৌর নির্বাচনে ৩ মেয়র,সাধারন কউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরসহ ৫১ জনের প্রতিক বরাদ্দ করেছে নির্বাচন কর্মকর্তা
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
আসন্ন সাভার পৌরসভার নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।সাভার পৌর নির্বাচন রিটার্নিং কার্যালয়ের সাভার সরকারি কলেজ অডিটরিয়ামে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকালে সাভার সরকারি কলেজের অডিটরিয়ামে সাভার পৌরসভা সাধারণ নির্বাচন-২০২০ এর সাভার পৌর রিটার্নিং কার্যালয়ের অফিসার মোঃ মুনীর হোসাইন খাঁন এই বরাদ্দ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা রিটার্নিং অফিসার ফখরুদ্দিন সরকার, সাভার পৌর সহকারী রিটার্নিং অফিসার আঃ আজিজ,সহকারী রিটার্নিং অফিসার মোমিনুল ইসলাম, মোঃ শাহাজাল ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ ,
সহ অন্যান্য অফিসার বৃন্দ।
এসময় মেয়র প্রার্থী হিসেবে প্রতিক গ্রহণ করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা আলহাজ্ব আব্দুল গনি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী ধানের শীষে আলহাজ্ব রেফাত উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী হাতপাখা হাজী মোশাররফ হোসেন।
এরপর সংরক্ষিত নারী আসনের তিনটি আসনে ৯ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়। তারপর সাধারণ কাউন্সিল হিসেবে ৯ টি ওয়ার্ডের ৩৯ জন প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয় শান্তিপূর্ণভাবে। এসময় মেয়র প্রার্থী, সংরক্ষিত মহিলা প্রার্থী ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা সকলেই শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণের অঙ্গীকার করেন।
Leave a Reply