জনকল্যানমূলক বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে কর্মীসভা করেছেন সাভার পৌরনিবার্চনে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃইউনুস পারভেজে

জনকল্যানমূলক বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে কর্মীসভা করেছেন সাভার পৌরনিবার্চনে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃইউনুস পারভেজে

দেখুন তার সাক্ষাতকার..

শেখ এ কে আজাদ সাভার থেকেঃ

সাভার পৌর নিবার্চনে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃইউনুস পারভেজের জনকল্যানমূলক বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে কর্মীসভা হয়েছে গতকাল রাতে।
তিনি বলেছেন সে একজন মুক্তিযোদ্ধার সন্তান তাকে এলাকার ভোটাররা ১৬ জানুয়ারি ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকায় কোন চাঁদা বাজ ও সন্ত্রাস থাকবে না,
বাহিরের লোক মারা গেলে তাদের মাটি না দেয়ায় কবরস্থানের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করে দেয়া হবে,এলাকায় যে সকল রাস্তাঘাট আটকিয়ে জনগনের অসুবিধা করা হচ্ছে সেগুলোকে উম্মুক্ত বা অবমুক্ত করে দিবেন তিনি।
তিনি আরো বলেছেন আপনারা আমাকে আপনার মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন আগামীতে সকল রাস্তা পাকাকরণের আওতায় আনা হবে। সাভার টু বিরুলিয়া রোডকে হাইওয়ে করে প্রশস্ত করা হবে,দিলখুশাবাগ এলাকার রাস্তাটি অবমুক্ত করে ঢাকা- আরিচা রোডের সাথে মিলিত করা হবে। গরীব অসহায়,বিধবা বৃদ্ধদেরকে পাশে রেখে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হবে,ডিজিটাল আওয়াতায় এনে সকল নাগরিকের প্রত্যায়নপত্র ঘরে বসে পাবে,নিজের অর্থায়নে ছিন্নমূল শিশুদেরকে লিখাপড়ার আওতায় আনবেন বলে আরো অনেক প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *