সাভার পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী আশফাক উদ্দিন সোহাগের টেবিল ল্যাম্প প্রতিকে গনসংযোগ
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভার পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে জালেশ্বর এলাকাসহ বিভিন্ন পাড়া-মহল্লার বাড়িতে অলিগলিতে প্রতিদিনের ন্যায় ব্যাপক গণসংযোগ করছেন কাউন্সিলর প্রার্থী কাজী আশফাক উদ্দিন সোহাগ। তিনি গত বৃহস্পতিবার ও শুক্রবার বিকেল থেকে জালেশ্বর,ছায়াবীথি,রাড়ী বাড়ী এলাকায় এ গনসংযোগ করেন।
এ সময় তিনি কর্মী সমর্থক নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে টেবিল ল্যাম্প প্রতীকে ভোট চেয়ে ৩ নং ওয়ার্ড বাসীকে সেবা করার সুযোগ চান।
এসময় তিনি চলাচলের জন্য রাস্তাঘাট, গরীব দুঃখী মানুষের জন্য কাজ করা,তার নিজ এলাকায় হিজরা সম্প্রদায়ের লোকদের জীবনমান উন্নয়নসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে আদর্শ প্রার্থী হিসেবে তিনি টেবিল ল্যাম্প প্রতিকে আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে দোয়া ও ভোট চাইছেন।
তিনি এলাকাবাসীর নিকট ভোট কামনা করে শুনাচ্ছেন আশারবানী।
Leave a Reply