সাভার পৌরসভা নির্বাচনে এক মতবিনিময়সভায় নৌকা মার্কায় ভোট চাইলেন সাভারস্থ সিংগাইর বাসী
শেখ এ কে আজাদ,সাভার,থেকেঃ
সাভারস্থ সিংগাইর বাসী সাভার পৌর নির্বাচনে নৌকা প্রতিকের মেয়রপ্রার্থী হাজী আব্দুল গনির চাঁদা বাজ মুক্ত, সাভার গঠনে বিশেষ ভূমিকা পালন করায় নৌকা মার্কায় ভোট চাইলেন জেলা পরিষদের সদস্য আব্দুল আলীম ও সাবেক পিআইও হাবিবুর, সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম,এডভোকেট খলিলসহ আরো অনেকে।
বক্তারা বলেন সাভার পৌর নির্বাচনে নৌকা প্রতিকের মেয়রপ্রার্থী হাজী আব্দুল গনি চাঁদা বাজ ও সন্ত্রাস মুক্ত ও সাভার পৌর এলাকায় রাস্তাঘাটা ব্যাপক উন্নয়ন,সিংগাইরবাসীদের সাথে সদাচারন করায় মতবিনিময় সভায় সকলে নৌকা মার্কায় ভোট চাইলেন।
১৬ জানুয়ারি নির্বাচনে নির্বাচিত হওয়ার পর বিজয়ের মালা তিনিই পড়বেন ইনশাল্লাহ। বক্তারা সিংগাইরবাসীকে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান করেন।
হাজী আব্দুল গনি বলেন সাভার পৌর এলাকায় রাস্তা ঘাটের সর্বোচ্চ উন্নতি হয়েছে। সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সাভার গঠনে কাজ করেছি। বাড়ি করার অনুমোতি নিতে চাইলে অতিরিক্ত কোন চাঁদা গ্রহন করা হয় না। মানুষ আজ সুন্দরভাবে ব্যবসা বানিজ্য করে ঘুমাতে পাড়ছে। তার দরজা সকলের জন্য উন্মুক্ত। তার সাথে দেখা করতে কারো অনুমতি প্রয়োজন হয় না। আসন্ন এই নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে বাকী কিছু অলিগলির রাস্তার কাজ রয়েছে নির্বাচিত হলে কয়েকমাসের মধ্য শেষ করবেন বলে এমন প্রতিশ্রুতি দেন তিনি।
Leave a Reply