সাভার পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মুক্তা ১ কোটি টাকা খরচের হিসাব নাক কেটে আদায় করবেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভাইয়ের নিকট হতে (বিস্তারিত সংবাদে)
নিজস্ব প্রতিবেদক,সাভার থেকেঃ
সাভার পৌর ৩ নং ওয়ার্ডে চাঁদাবাজি ও সন্ত্রাস দমন বন্ধ করার কথা বললেও বর্তমান কাউন্সিলর প্রার্থী সানজিদা আক্তার মুক্তার (পানির বোতল) মার্কায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার নিজ ভাই মোঃ মোশাররফ হোসেনকে নাক পচিয়ে পচিয়ে কেটে নির্বাচনে তার ১ কোটি টাকা খরচ হবে এবং তার নিকট থেকে আদায় করার হুমকি দিয়েছে এই কাউন্সিলর প্রার্থী মুক্তা। নির্বাচনে যেখানে সাধারন কাউন্সিলর প্রার্থী খরচ করতে পারবেন ৫০ হাজার টাকা সে জায়গায় নির্বাচনে নির্বাচিত হওয়ার লক্ষে ১ কোটি টাকা খরচ করবে এই কাউন্সিলর প্রার্থী মুক্তা। একটি অডিও রেকর্ড তার প্রমান রয়েছে।
সম্প্রতি হুমকি দেয়ার সময় অডিও রেকর্ডটি বিভিন্ন সামাজিক মাধ্যমসহ ফেসবুকে প্রচার হয়ে এখন সমালোচনার সৃষ্টি হচ্ছে।
নির্বাচনে আচার-আচরণ বিধি লঙ্গন করে একই এলাকায় ২০,৩০ জনের কর্মী দিয়ে ভোট চাইছেন তারা।
আগামী ১৬ জানুয়ারি সকাল ৮ থেকে বিকেল ৪ টাপর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
এলাকার সাধার ভোটাররা বলেছেন নির্বাচনি আচারন বিধিমালা লঙ্গন হলে তার বিচার নির্বাচন কমিশন করবে বলে আশা করছেন।
তার ভাই কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন (ডালিম) মার্কা নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেছেন তিনি বলেন তাদের পরিবার জনকল্যানে নিবেদিত প্রান, সঠিক সেবা মানুষকে দিতে না পাড়ায় তিনি এলাকার তরুণ ও বয়জিষ্ঠ্যরা যোগ্য প্রার্থী বিবেচনা করে তিনি এ কাউন্সিলর নির্বাচনে অংশ গ্রহন করেছেন।
এদিকে অডিও প্রমান কথা জানালে সাভার পৌর নির্বাচন রিটার্ণিং কর্মকর্তা ও ঢাকা জেলা সিনিয়র নির্বাচন রিটার্ণিং কর্মকর্তা মোঃ মনীর হোসাইন বলেন, এমন হুমকির খবর আপনার মাধ্যমে জানলাম এ প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখননো কোন অভিযোগ দেয়নি। তবে তিনি যদি অডিও রেকর্ডটি সিডি করে আমাদের দেন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
(পর্ব-১)
Leave a Reply