নৌকার মাঝী বর্তমান সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনি কি হতে যাচ্ছেন আগামী দিনের মেয়র
সত্যের সংবাদঃ
আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী নৌকা মার্কায় হাজী আব্দুল গনি কি হতে যাচ্ছেন আগামী দিনের মেয়র। সকলের মুখে এখন তারই নাম হাজী আব্দুল গনির নৌকা মার্কা।
বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ মার্কায় রেফাত উল্লাহ ও কর্মী সমর্থকরা ছিল না মাঠের তেমন একটা গনসংযোগ। স্থানীয়রা ও আওয়ামীলীগের নেতা কর্মীরা এগিয়ে রাখছেন পৌর এলাকার উন্নয়নের রুপকার এই পৌর মেয়র হাজী আব্দুল গনিকে । বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষে রেফাত উল্লাহ গনসংযোগ না করেই দোষছেন সকলকে,তিনি নির্বাচন সুষ্ঠ হবে কিনা এটাই মত প্রকাশ করেন। তিনি বিগত দিনে তেমন উন্ননয়নের ছোয়া লাগাতে পারেনি এই পৌর এলাকায়,তাই তার জনপ্রিয়তা নিম্নে তুলিয়ে গেছে।
বাংলাদেশ ইসলামি আন্দোলনের হাত পাখা প্রতিকে মোশাররফ হোসেন বলেছেন তিনি নির্বাচিত হতে পাড়লে প্রথমে ইমাম ও মোয়াজ্জেমের সম্মানী নির্ধারন করবেন ও সকল উন্নয়ন কাজও করবেন তিনি।
সাভার পৌর নির্বাচনে হাজী আব্দুল গনিই হবে এবারেও মেয়র নির্বাচিত এমনটা প্রকাশ করেছেন পৌর এলাকার নেতা কর্মীবৃন্দ ও এলাকাবাসী জনসাধারণ।
সাভার পৌর নির্বাচন রিটার্ণি কর্মকর্তা ও জেলা সিনিয়র রিটাণিং কর্মকর্তা মো:মনীর হোসাইন খান বলেছেন , দ্বিতীয় ধাপের সাভার পৌরসভা নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে আর নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করতে পুলিশের পাশাপাশি বিজিপি,র্যাব সদস্য মোতায়েন থাকবে ৯ টি ওয়ার্ডে থাকবে হাকিম আদালত। কোন ধরনে ভোট প্রদানে কেউ বাধা দিলে অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।সাভার পৌর নির্বাচনী এলাকায় ভোটার সংখ্যা রয়েছে ১,৮৮,০৮৮ জন।
প্রতিবেদক: সাভার থেকে, শেখ এ কে আজাদ।
Leave a Reply