রাত পোহালেই সাভার পৌরসভা নির্বাচন..সাধারন কাউন্সিলর প্রার্থীদের মাঝে হাড্ডা-হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা
সত্যেরসংবাদঃ
রাত পোহালেই সাভার পৌর সাধারন নির্বাচন। সাভার পৌরসভার নির্বাচনে সাধারন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের মাঝে হাড্ডা-হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে । কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীদের মাঝেও রয়েছে জল্পনা-কল্পনা তারা কি নির্বাচনে বিজয়ের মালা পড়বেন।আবার সকল প্রার্থী নিশ্চয়তা দিয়েছেন তারা সুষ্ঠ্য নির্বাচন হলে নির্বাচিত হয়ে করবেন জনগনের সেবা। আবার ভোটারগন বলেছে শান্তি প্রিয় মানুষের পক্ষে যারা থাকবেন ও এলাকার উন্নয়ন করবেন তারাই সাধারন ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে ১৬ জানুয়ারি প্রার্থী নির্বাচিত করবেন এটাই আশা।
সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডে ৪জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন,তাদের মধ্যে মোঃ এরশাদুর রহমান (ব্রিজ) ও মোঃ রমজান আহমেদ (উটপাখি) মার্কায় হাড্ডা-হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।তারা দুজনই এলাকার উন্নয়ন ও সেবামূলক কাজ করেছেন।
আরো দুজন প্রার্থী আব্দুল কাদের (ডালিম), মোঃ মিনহাজ উদ্দিন মোল্লা (পানির বোতল)। বিভিন্ন কারনে বর্তমান কাউন্সিলর মিনহাজ উদ্দিনের ভোট কমেছে বলে এলাকার মানুষের মুখে শুনা গেছে। অপরদিকে তার চেয়ে কিছুটা ভাল অবস্থানে রয়েছে আব্দুল কাদের।
৩ নং ওয়ার্ডে ৬ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে মোঃ মোশাররফ হোসেন (ডালিম) ও মোহাম্মদ মফিজুল ইসলাম (পাঞ্জাবি) মার্কায় হাড্ডা-হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। মোঃ মোশাররফ হোসেন (ডালিম) প্রতিকে সাভার পৌর এলাকায় ৩ নং ওয়ার্ড ছাড়াও তাকে অনেকে এগিয়ে রাখছেন। বিভিন্ন কারনে বর্তমান কাউন্সিলর সানজিদা শারমিন ভোট কমেছে বলে এলাকার মানুষের মুখে শুনা গেছে। অপরদিকে তার চেয়ে কিছুটা ভাল অবস্থানে রয়েছে কাজী আশফার উদ্দিন (টেবিল ল্যাম্প) ও মোঃ আব্দুল আউয়াল (উটপাখি),মোঃ জাকির হোসেন চৌধুরী (ব্রিজ)।
৪ নং ওয়ার্ডে ৩ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে সাবেক কাউন্সিলর আবদুল জলিল মিয়া (টেবিল ল্যাম্প) ও বর্তমান কাউন্সিল মোঃ নুরে আলম সিদ্দিকী (ফাইল কেবিনেট) মার্কায় হাড্ডা-হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে । অপর একজন প্রার্থী মোঃ সাহিদুল ইসলাম (উটপাখি) মার্কায় নির্বাচন করছেন।
৫নং ওয়ার্ডে জন ৭জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে সাবেক জনপ্রিয় কাউন্সিলর মোঃ মশিউর রহমান খান সম্রাট (ব্লাক বোর্ড),দেলোয়ার হোসেন দিলু (উটপাখি) ও নতুন মুখের মধ্য ইমরান হোসেন রনি (পাঞ্জাবি)মার্কায় ত্রি-মূখী হাড্ডা-হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে কিছুটা ভাল অবস্থানে রয়েছে ফেরদৌস আহমেদ প্রদীপ (টেবিল ল্যাম্প) মার্কায় তিনি বিএনপির সমর্থক। এমএম জাহেরুল আহসান ফারুক (ডালিম), মোঃ মোয়াজ্জেম হোসেন রুবেল (পানির বোতল), শিউলী পারভীন (গাজর)।
৬নং ওয়ার্ডে জন ৭জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জনপ্রিয় মেম্বার মোঃ হোসেন আলী (টেবিল ল্যাম্প) ও মোঃ আহসান উল্লা (পানির বোতল) মার্কায় হাড্ডা-হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে বর্তমান কাউন্সিলর হওয়ায় আলহাজ্ব আব্দুস ছাত্তার (উটপাখি) এবং ফারুক মাহমুদ (ডালিম) মার্কায় কিছুটা ভাল অবস্থানে রয়েছে। কামরুল (পাঞ্জাবি), মনিরুল হক (ব্লাক বোর্ড), মোঃ আবু সাঈদ (ব্রিজ)।
৭নং ওয়ার্ডে জন ৭জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে আওয়ামীলীগ নেতা মোঃ হাবিজ উদ্দিন (পাঞ্জাবি), বর্তমান কাউন্সিলর মোঃ আব্বাছ আলী (ডালিম) ও মোঃ আব্দুর রহমান (পানির বোতল) মার্কায় ত্রি-মূখী হাড্ডা-হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।
৮নং ওয়ার্ডে জন ৩ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে বর্তমান কাউন্সিলর সেলিম মিয়া (ডালিম) ও যুবলীগ নেতা মোঃ মনির পালোয়ান (উটপাখ) হাড্ডা-হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্য কে হচ্ছেন কাউন্সিলর নির্বাচিত, ভোট প্রয়োগের মাধ্যমে জানা যাবে। বিএনপির সমর্থন পাওয়া কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ নাহিদুল ইসলাম (পানির বোতল)মার্কায় নির্বাচন করছেন।
৯ নং ওয়ার্ডে জন ৩ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের মধ্যে মোঃ আনিসুজ্জামান খান মুরাদ (ডালিম) ও বর্তমান কাউন্সিলর মোঃ আয়নাল হক (পানির বোতল) হাড্ডা-হাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএপির সমর্থন পাওয়া মোঃ আশরাফুল ইসলাম (উটপাখি) মার্কায় নির্বাচন করছেন।
২ নং ওয়ার্ডে কোন কাউন্সিলর প্রার্থী না থাকায় বিনা
প্রতিদ্বন্দ্বিতা বর্তমান কাউন্সিলর মানিক মোল্লা নির্বাচিত হয়েছেন।
যারা মানুষের সেবা ও উন্নয়নমুলক কাজে অবদান রাখবে তারাই জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত হয়ে আসুক এটিই সাভার পৌর ভোটার ও এলাকার সাধারন মানুষের কাম্য।
সাভার পৌর নির্বাচন রিটার্ণি কর্মকর্তা ও জেলা সিনিয়র রিটাণিং কর্মকর্তা মো:মনীর হোসাইন খান বলেছেন , দ্বিতীয় ধাপের সাভার পৌরসভা নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে আর নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করতে পুলিশের পাশাপাশি বিজিপি,র্যাব সদস্য মোতায়েন থাকবে ৯ টি ওয়ার্ডে থাকবে হাকিম আদালত। কোন ধরনে ভোট প্রদানে কেউ বাধা দিলে অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।সাভার পৌর নির্বাচনী এলাকায় ভোটার সংখ্যা রয়েছে ১,৮৮,০৮৮ জন।
প্রতিবেদক: সাভার থেকে, শেখ এ কে আজাদ।
Leave a Reply