সারা বাংলাদেের ন্যায় সাভার উপজেলা পাথালিয়া ইউনিয়নে ৪১ টি গৃহহীন পরিবারের মধ্যে দলিল হস্তান্তর

সারা বাংলাদেের ন্যায় সাভার উপজেলা পাথালিয়া ইউনিয়নে ৪১ টি গৃহহীন পরিবারের মধ্যে দলিল হস্তান্তর

শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সারা বাংলাদেশের সাভার উপজেলায় ভূমিহীন পরিবারের মাঝে গৃহ ও জমি বরাদ্দ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করতে পারা নিজের সবচেয়ে বড় আনন্দের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এদিন দেশের ৪৯২ উপজেলার প্রায় ৭০ হাজার পরিবারকে পাকাঘর হস্তান্তর করেন তিনি।

সাভার উপজেলায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন মাননীয় দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ পারভেজুর রহমান, সাভারব ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা, সাভার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মকর্তা সায়েমুল হুদা, ঢাকা জেলা যুবলীগের সাধারন সম্পাদক জিএস মিজানুর রহমানসহ অন্যন্য নেতৃবৃন্দ এবং সাভার উপজেলা বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা।
সাভারে ৪২০ জন গৃহহীন পরিবারের মধ্যে ৪১ জন পরিবারকে জমি ও ঘরের দলিল বুঝিয়ে দেন অতিথিগন।

 

নিউজটি শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *