১৭২ বছর আগের দেখা সূর্যগ্রহণের দৃশ্য বাংলাদেশের মানুষ দেখিছিলো বলে জানা গেছে। ঢাকায় সূর্যগ্রহণ শুরু হয় বিএসটি সময় বৃহস্পতিবার ৯টা ৪ মিনিট ১৮ সেকেন্ডে এবং শেষ হয় ১২টা ৬ মিনিট ৪২ সেকেন্ডে। আর একটি তথ্য মতে সকাল ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে বেলা ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। এ সূর্য গ্রহণের সময় সূর্যের চারপাশে আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’।
আয়ুর্বেদ শাস্ত্র সূর্যগ্রহণ চলাকালীন খাবার খেতে বারণ করেছে। একমাত্র বৃদ্ধ, অসুস্থ ও গর্ভবতী মহিলারা হালকা খাবার নিতে পারবেন বলে বলা আছে।সূর্য ও চন্দ্র যখন গ্রহনের সময় হয় তখন আমাদের নবীর (সা.) চেহারা ভয়ে বিবর্ণ হয়ে যেতো। তখন তিনি সাহাবীদের নিয়ে জামাতে নামাজ পড়তেন। কান্নাকাটি করতেন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন।দশম হিজরীতে যখন পবিত্র মদীনায় সূর্যগ্রহণ হয়, রাসূল (সা.) ঘোষণা দিয়ে লোকদেরকে নামাজের জন্য সমবেত করেছিলেন। তারপর সম্ভবত তার জীবনের সর্বাধিক দীর্ঘ নামাজের জামাতের ইমামতি করেছিলেন। এ সময় মহান আল্লাহর নাম বেশি স্মরন করবেন।
–বিশেষজ্ঞদের মতে খালি চোখে সূর্যগ্রহন দেখতে নিষেধ করেন।
আল্লাহ এক তার কোন শরীক নেই। তিনি সকল কিছু সম্পর্কে জানেন এবং দেখেন। তাই সৃষ্টিকুলে আমাদের জন্য যা কিছু রেখেছেন তার জন্য আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া আদায় করছি–আমিন।
Leave a Reply