সাভার ও ধামরাইয়ে করোনা ভ্যাকসিন কর্মসূচীর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ
সাভারে করোনা ভাইরাসের টিকাদান কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। রবিবার কর্মসূচীর প্রথম দিনে রোববার সকাল সাড়ে ৯টায় সাভার সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়। সেখানে প্রথমে টিকা গ্রহণ করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। এরপর পর্যায়ক্রমে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাসহ অফিসারগণ ভ্যাকসিন গ্রহণ করেন। এসময় মোট একশ’ জনকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হয়।
এদিকে দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদানের কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
কর্মসূচীর শুরুতেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা করোনার টিকা গ্রহণ করেন। প্রথম ধাপে সাভার উপজেলার প্রায় ৮৮ হাজার লোক করোনার টিকা পাবেন বলে জানা গেছে।
টিকা গ্রহণ শেষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সায়েমুল হুদা বলেন, উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে করোনার টিকা গ্রহণ করছে সাভারবাসী। তবে টিকা গ্রহণের সময় নারীদের মধ্যে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসাল্টেন্ট ফারহানা শারমিন ইমু কিছুটা অস্বস্থি বোধ করলেও বিশ্রাম নেয়ার পর তিনি সুস্থ্যতা বোধ করেন।
এছাড়াও টিকা গ্রহণের পর হাসপাতালটির সেবিকাসহ আরও কয়েকজন নারী তাদের ঘার ব্যথা, মাথা ঝিম ঝিমসহ শরীর দুর্বল লাগার কথা জানিয়েছেন।
এদিকে ধামরাইয়ে প্রথম টিকা গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা। এরপর টিকা গ্রহণকারীদের মধ্যে ছিলেন সাবেক বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাঃ সুকুমার রায় এবং স্বাস্থ্য বিভাগের কয়েকজন কর্মী। টিকা গ্রহণের পর সকলেই সুস্থ আছেন বলে জানিয়েছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
সম্পাদনায়ঃ আবুল কালাম আজাদ।
Leave a Reply