আশুলিয়ায় বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ
আশুলিয়ায় বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেয়া কয়েক হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
১৭ ই ফেব্রুয়ারী ২০২১ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বাড়ইপাড়া ও কাঠাল এলাকায় অভিযান চালায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটড।
এসময় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে প্রথমে বারই পাড়া এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে দেয়া দুই শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এরপর ধামসোনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাঠাল বাগান এলাকায় অভিযান চালানো হয়।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এলাকার ভুক্তভোগীরা জানায়, প্রায় এক বছর আগে আশুলিয়ার এসব এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় এলাকার প্রভাবশালী দেওয়ান আমজাদ হোসেনে। অবৈধ গ্যাস সংযোগের কারণে একদিকে দেশের জাতীয় সম্পদ লুট হচ্ছে আর অন্যদিকে সরকার প্রতিবছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে।
এসময় স্থানীয় ভুক্তভোগীরা আরো বলেন
আওয়ামী লীগের পোস্ট পদবি ব্যবহার করে ক্ষমতার দাপট দেখিয়ে আশপাশের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।অবৈধ গ্যাস সংযোগকারী এই আমজাদ হোসেনকে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জোর দাবি জানান ভুক্তভোগীরা।
এ ব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, সাভার ও আশুলিয়ার সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। নিয়মিত এ অভিযান মাসজুড়ে চলবে। সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।
Leave a Reply