সাভারে অভিনব কায়দায় তিতাস গ্যাসের ঠিকাদার অবৈধ সংযোগে বাড়ির মালিকদের নিকট থেকে লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
রফিকুল ইসলাম জিল্লু, শেখ এ কে আজাদ সাভার থেকেঃ
সাভার তিতাস গ্যাসের ঠিকাদার হুমায়ুন কবির ভূয়া রশিদ অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যে বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। প্রতরানা ফাঁদে পরার পরার পর স্থানীয়রা গ্যাস সংযোগ নিলে তারা এ অভিযোগ করে।
অভিনব কায়দায় ভুয়া রশিদ দেখিয়ে তিতাস গ্যাসের বৈধ সংযোগ দেয়ার কথা বলে বেশকিছু বাসা বাড়ির মালিকদের কাছ থেকে, প্রায় ২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।
উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ী স্কুল পাড়া এলাকায় তিতাস গ্যাসের এসব অবৈধ সংযোগ বাণিজ্য করেন তিনি।
এ সময় প্রতিটি সংযোগ দিয়ে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নেন তিনি।
ঠিকাদার হুমায়ুন কবির রশিদের প্রতারণার ফাঁদে পড়ে বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা বলেন, তিতাস গ্যাসের বৈধ সংযোগ দেয়ার কথা বলে ওই ঠিকাদার সহযোগী খোকনের মাধ্যমে বাসা বাড়ির মালিকদের কাছ থেকে প্রায় পনের বিশ লাখ টাকা নিয়ে সংযোগ দেন হুমায়ুন কবির রশিদ।
এ সময় গ্যাসের বিল পরিশোধের জন্য ভুক্তভোগীদেরকে গ্যাস বিলের বই ও দিয়ে যান তিনি।
পরে তারা গ্যাসের বিল পরিশোধের জন্য ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে জানতে পারেন প্রতারণার শিকার হয়েছেন তারা।
এসময় ভুক্তভোগীরা আরও বলেন,বৈধতা যাচাই এর জন্য সাভার তিতাস গ্যাস অফিসে গিয়ে বিল পরিশোধ বইয়ের সদস্য নাম্বার দিলে দেখা যায় অন্য এলাকার আরেক জন গ্রাহকের সদস্য নাম্বার দিয়ে এই ভুয়া বই বানিয়েছেন ঠিকাদার রশিদ।
এসব অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের ব্যাপারে ঠিকাদার রশিদ এর সহযোগী খোকনের কাছে জানতে চাইলে, ঘটনার সত্যতা শিকার করে বলেন, সংযোগ নেয়ার ব্যাপারে আমি নিজেও তাকে এক লক্ষ টাকা দিয়েছি। এছাড়া ঠিকাদার রশিদ বৈধ সংযোগ দেয়ার কথা বলে সে নিজেই বাসা বাড়ির মালিকদের কাছ থেকে টাকা নিয়েছেন।
এ ঘটনায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের প্রকৌশলী সায়েম বলেন, তদন্তের মাধ্যমে ঠিকাদার রশিদ এর অবৈধ গ্যাস সংযোগ দেয়ার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply