সাভারে আন্তর্জাতিক ২১ ফেব্রয়ারি দিবস পালিত
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
নানা আয়োজনের মধ্যে দিয়ে সাভারে আন্তর্জাতিক ২১ ফেব্রয়ারি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২ টা এক মিনিটে সাভার উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। পরে সাভার উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গসংগঠন,উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষজন শ্রদ্ধা নিবেদন করেন ভাষা শহীদদের প্রতি।
এর আগে প্রতিমন্ত্রী উপজেলা চত্বরে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতা বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন করেন। এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply