জাবিতে ৬ দফা দাবি আদায়ের লক্ষে
সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের
শেখ এ কে আজাদ,জাবি,সাভার থেকেঃ
ছয় দফা দাবি আদায়ের লক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সস্মেলনে এসময় শিক্ষার্থীরা বলেন তাদের দাবি গুলো চব্বিশ ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে। ছয় দফা দাবি গুলো হলো,শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে,ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দিতে হবে,হামলাকারীদের বিরুদ্ধে নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা দায়ের করতে হবে,সকল আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিতে হবে,সংঘর্ষের ঘটনার দায় ক্যাম্পাস কর্তৃপক্ষকে নিতে হবে ও আবাসিক হলগুলো দ্রুত খুলে দিতে হবে। সংবাদ সম্মেলনে এসময় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসম ফিরোজ উল হাসান বলেন,শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আসামীদের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলার জন্য পাঠানো হয়েছে। পুলিশ নাম ও তথ্য যাচাই বাচাই করে মামলা নিবে বলে জানান তিনি। এছাড়া আবাসিক হল গুলো খুলে দেওয়ার ব্যাপারে তিনি বলেছেন হল খোলার সিন্ধান্ত রাষ্ট্রীয় পদক্ষেপের বেপার।
Leave a Reply