তিন বছরের শিশুর তলপেটে টিউমার চিকিৎসা করতে সাহায্যের আবেদন!
আসসালামু আলাইকুম।
দয়াকরে কেউ এড়িয়ে যাবেন না, সাহায্য করতে না পারলেও পোস্টটি শেয়ার করুন। আপনার একটি শেয়ারে হয়তোবা কোনো দানশীল ব্যাক্তির নজরে আসবে।
বিজ্ঞপ্তি
টাকার অভাবে গার্মেন্টস শ্রমিক বাবা মায়ের সন্তানের চিকিৎসা করতে পারছেনা। ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার মোহাম্মদ মিকাইল হোসেনের ছেলে ইমন।
শিশুটির বয়স মাত্র তিন বছর।
গত প্রায় চার মাস থেকে শিশুটির তলপেটের ভিতরে টিউমার বড় হতে থাকে। এতদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও টিউমারের বৃদ্ধি অব্যাহত আছে।
তবে ডাক্তার বলেছেন শিশুটির উন্নত চিকিৎসা করানো হলে আরোগ্য লাভ করা সম্ভব। শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২ লক্ষ্য ৫০ হাজার টাকা।
দরিদ্র বাবা সামান্য গার্মেন্টস শ্রমিক এত টাকা কোথায় পাবে ?
স্থানীয়ভাবে এলাকাবাসী ও আত্মীয়-স্বজনের মাধ্যমে প্রায় ১ লক্ষ টাকা ব্যবস্থা হয়েছে।
বাকি টাকা এখনো জোগাড় করা সম্ভব হয়নি।
আপনাদের কাছে বিনীত অনুরোধ, শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দিতে আমাদের যার যা সামর্থ আছে তাই দিয়ে শিশুটিকে সাহায্য করি।
সাহায্য পাঠানোর মাধ্যম:
বিকাশ পার্সোনাল- 01882869589 (বাবা মিকাইল হোসেন আজাদ)
নগদ পার্সোনাল- 01882869589
ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার-
A/C No: 1100012100006779
Eastern Bank, Ashulia branch
সার্বিক সহযোগিতায়: ম্যান ফর ম্যান ফোর্স
Leave a Reply