সাভারে অভিযান চালিয়ে বিভিন্ন বাসাবাড়ির পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
মোঃ রফিকুল ইসলাম জিলু,সাভারঃ
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম এর নেতৃত্বে আশুলিয়ার চারাবাগ ও গৌরীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযান চালিয়ে বিভিন্ন বাসাবাড়িতে দেয়া পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, বৈধ বিতরণ লাইন থেকে কিছু দুস্কৃতিকারীরা অবৈধ বিতরণ লাইন দিয়েছিল।
আমরা খবর পেয়ে অভিযান পরিচালনা করে পাঁচ শতাধিক অবৈধ বিতরণ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।
এ সময় তিনি আরো বলেন, অবৈধ গ্যাস সংযোগ দেয়ার সাথে যারা জড়িত রয়েছে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Leave a Reply