ধামরাইয়ে সরকারি জমির কোটি টাকার মাটি লুট করার অপরাধে ২টি ভেকু আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
ঢাকার ধামরাই উপজেলার সানোড়া এলাকার সরকারি জমির প্রায় কোটি টাকার মূল্যের মাটি দীর্ঘদিন ধরে কেটে ইটভাটায় বিক্রি করছিল মাটি খেকুরা। এঘটনায় এলাকাবাসী সাথে মাটি খেকুদের দফায় দফায় সংর্ঘষ ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে সরকারি জমির মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি ভেকু আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার সামিউল হক ও সহকারী কমিশনার ( ভূমি ) অন্তরা হালদার। এসময় মাটি বহন করা ৫ টি ট্রাকের গ্ল্যাস ভেঙে ফেলা হয়।
বুধবার সন্ধ্যার দিক এ ভ্রাম্যমান আদালতের অভিযান হয়। এঘটনায় এলাকাবাসী আনন্দ মিছিল করেছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী সরকারি জমির মাটি কাটা বাঁধা দিতে গিয়ে উল্টো হামলা শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে। সরকারি জমির মাটি কেটে বিক্রি ও মাটি খেকুরা যাদের ছর্ত ছায়ায় থেকে এমন অপরাধ করেছে তাদেরও আইনের আওতায় আনার অনুরোধ করেছে স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার সানোড়া ইউনিয়নের সানোড়া মৌজায় প্রায় দুই একর সরকারি (ভিপি) নাল জমি রয়েছে। গত চার মাস ধরে সানোড়া গ্রামের লাল চাঁন,ভালুম গ্রামের আনোয়ার হোসেন,আব্দুর রহমান,আবুল হোসেন,ইউসুফসহ আবুল কালাম সরকারি ওই জমির প্রায় কোটি টাকার মাটি ভেকু দিয়ে কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে। গত বুধবার দুপুরে এলাকাবাসী রাস্তায় গাছ ফালিয়ে সরকারি জমির মাটি কাটার প্রতিবাদ করেন। এসময় ওই মাটি খেকুরা ভাড়া করার সন্ত্রাসী বাহিনী নিয়ে গেলে এলাকাবাসীর সাথে তাদের দফায় দফায় সংর্ঘষ ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বুধবার বিকেলে থেকে আবার সরকারি জমির মাটি কাটতে থাকে মাটি খেকু লাল চাঁন,আব্দুর রহমান,আনোয়ার হোসেন,আবুল কালাম,ইউসুফ,আবুল হোসেন। মাটি খেকুদের হাত থেকে রক্ষা পেতে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হককে বিষয়টি জানান। পরে সন্ধ্যার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক ও সহকারি কমিশনার (ভ’মি) অন্তরা হালদার ঘটনাস্থলে যায়। এসময় মাটি খেকুরা তাদের দলবল নিয়ে পালিয়ে যায়। সরকারি মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি ভেকু আগুন লাগিয়ে দেয়। এছাড়াও মাটি বহনকারি ৫টি ট্রাকের গ্ল্যাস ভেঙে ফেলে ভ্রাম্যমান আদালত।
এলাকাবাসী সরকারি মাটি কেটে বিক্রি ও রাস্তার ক্ষতি হওয়ার কারনে বার বার বাঁধা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু মাটি খেকুরা প্রভাবশালীদের অদৃশ্য শক্তির বলে কোন ভাবেই বন্ধ রাখেনি সরকারি জমির মাটি কাটা।
স্থানীয় শুকুর আলী,রহমান,তাঁরা মিয়া জানান,গত কয়েক মাস ধরে সরকারি জমির মাটি কেটে বিক্রি করছে মাটি খেকুরা। তাদের আমরা বার বার বাঁধা দিতে গিয়ে উল্টো হামলার শিকার হয়েছি।
সরকারি জমি তা তারা জানতু না বলে জানান আব্দুর রহমান। তিনি পাকিস্থান আমলের একটি দলিল বের করে বলেন আমরা এই যে দলিল বলেই মাটি কাটতেছি।
এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক বলেন,সরকারি (ভিপি) জমির মাটি দীর্ঘদিন ধরে ভেকু দিয়ে কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছিল তারা। এছাড়াও ব্যাক্তি মালিকানা জমির মাটি কেটে শ্রেণী পরিবর্তন করছিল। মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি ভেকু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মাটি বহন করা পাচটি ট্রাকের সামনের গ্ল্যাস ভেঙে ফেলা হয়েছে।ডেক্স সংবাদ।
Leave a Reply