ঢাকার ধামরাইয়ে ভেজাল বিরোধী অভিযানে তিনটি বেকারীতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ ও র্যাব-৪, নবীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর শিবলী মোস্তফা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর অভিযানে ২৬ বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত ধামরাইয়ের ধুলিভিটা এবং লাকুরিয়াপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি হচ্ছিলো।ভেজাল বিরোধী অভিযানে তিনটি বেকারীর কাছ থেকে ৮,৫০,০০০/- টাকা অর্থদন্ড আদায় সহ প্রায় ১লক্ষ টাকার ভেজাল খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়েছে।
ধামরাইয়ে ধুলিভিটা এবং লাকুরিয়াপাড়া এলাকায় মোবাইল কোর্ট পলিচালনা করে বন্ধু ফুড প্রোডাক্টস এর মালিক মোঃ এরশাদ সরকার (৩৫), পিতা- আবুল সরকার, ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা, মোঃ জাহেদুল ইসলাম (ম্যানেজার), ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, হাবিবা বেকারী এর মালিক মোঃ ইকবাল হোসেন নিকট হতে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ) হাজার টাকা এবং তিতাস বেকারী এর মালিক মোঃ আবু তাহের (২৯), এর নিকট হতে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা সহ সর্বমোট ৮,৫০,০০০/- (আট লক্ষ পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ড আদায় করে।
এছাড়া বিএসটিআই এর লাইসেন্সবিহীন
১) পাউরুটি ৪০০ পিস, ২) টোস্ট বিস্কুট ১০০ কেজি, ৩) ডালডা ২৫ কেজি, ৪) সমুচা ২০০ পিস, ৫) পোড়া তেল ৬০ লিটার, ৬) সিংগারা ৫০০ পিস, ৭) ময়দার খামি ৫০ কেজি, ৮) কেক ৫০ পিসসহ আরো অনেক উৎপাদিত অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মালামালের ৭০,০০০/- টাকা মূল্য ছিলো। অস্বাস্থ্যকর পরিবেশে এবং ভেজাল খাদ্যদ্রব্য তৈরী করার অপরাধে মোবাইল কোর্ট মামলা নং- ০৯/১০/১১, তারিখঃ ২৬/১২/২০১৯, ধারাঃ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা, বিএসটিআই আইন ২০১৮ এর ১৫(১) এবং নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৪
কোম্পানী কমান্ডার,উপ- পরিচালক মেজর শিবলী মোস্তফা জানান এমন অবৈধ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি হচ্ছিলো এমন সংবাদে কারখানাগুলো অভিযান করা হয় এসময় ৮ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয় এবং ঐ সময় উৎপাদিত অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য ধ্বংস হয়।
Leave a Reply