মানিকগঞ্জের হরিরামপুরে বিয়ে ভেঙে যাওয়ায় এক তরুণীর আত্মহত্যা
মোহাম্মমদ আলী,মানিকগন্ঞ্জঃ সংবাদাতাঃমানিকগন্ঞ্জের হরিরামপুরে বিয়ে ভেঙে যাওয়ায় এক তরুনীর ফাঁসি আত্মহত্যা করেছে। বুধবার সকালে তিনি আত্মহত্যা করে। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানা নিয়ে যায়।
মৃত ফুলুর (২০) পিতা ইজান নবী ও মাতা মঞ্জু বেগম পেশায় দিনমজুর। ফুলুর ছোট দুই ভাই রয়েছে।নিহতের মা মঞ্জু বেগম জানান, উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা নতুন পাড়া এলাকার মো. কালামের ছেলে ট্রাক চালক সুমনের সাথে চার বছর আগে বিয়ে ঠিক হয় ফুলুর পড়ে বিয়েটি ভেঙ্গে যায়। পরে সেই সুমনের সাথে প্রেমের সম্পর্ক হয় ফুলু’র। গত ছয়মাস এই সম্পর্ক টিকে থাকে।এরপর আবারো বিয়ের প্রস্তাব নিয়ে যায় মেয়ের পরিবার কিন্তু বিয়ের কথা কিছুটা এগোলেও ছেলের পরিবার আবারো তা ভেঙে দেয়। তবে গোপনে চলতে থাকে তাদের প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের কারণে গত সোমবার (২৬ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুলু সুমনের বাড়িতে অবস্থান নেন। পড়ে সুমনের বাসা থেকে মেয়ের পরিবারকে স্থানীয় গণ্যমান্যদের নিয়ে যেতে বলেন। সেখানে গেলে উভয় পরিবার বৃহস্পতিবার (২৯এপ্রিল) তাদের বিয়ের দিন ধার্য্য করে। তবে সুমন এই বিয়েতে অসম্মতি জানান। সুমনের সাথে ফুলু’র বাকবিতণ্ডা সৃষ্টি হয় ও ফুলুকে নিয়ে তার পরিবার বাসায় চলে আসে।
বুধবার সকাল ৮টায় ফুলু ও তার ছোট ভাইকে বাসায় রেখে বাবা, মা ও এক ভাই কাজে বের হন।ছোট ভাই খেলতে বাইরে গেলে আত্মহত্যা করেন ফুলু।খেলা শেষে ছোট ভাই বাসায় ফিরে ফুলুকে ঝুলতে দেখে চিৎকার দেয়। এতে বাড়ির পাশের লোকজন এগিয়ে এসে পরিবার ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিঙ্গাইর-হরিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহা. রেজাউল হক। লাল মুকুটএবিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান, ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া এবিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply