সাভারে নিয়ম বহির্ভূত বাড়ী নির্মানে পাশের বাড়ী ধ্বসের আশংকায় থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ
সাভার পৌর ব্যাংক কলোনি এলাকায় একটি বহুতল ভবন নকশস বহির্ভূড কাজ করার অভিযোগ উঠছে।
বুধবার সকালে বাড়ি নির্মানে ৩ ফিট জায়গায় না রেখে কাজ করলে ঐ পাশের চার তলা বিল্ডিং ধ্বসের আশংকা করে আব্বাস আলীর পরিবার।এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত দুমাস ধরে ব্যাংক কলোনি পুরাতন কাষ্টম গলি ও সাবেক কাউন্সিলর বিল্টুর গলি এলাকায় এ বাড়ির নির্মান কাজ চালিয়ে আসছে।
ইনো পাইকারি নিতে যোগাযোগ করুন.মেসার্স চাঁদের আলো ট্রেডিং কর্পোরেন। বিজ্ঞপ্তি।
নির্মানধীন বহতল ভবনের প্রতিবেশী বাড়ীর মালিক মোঃশিউলি আক্তার অভিযোগ করে বলেন, বাড়িটি কাজ শুরু হয়েছে বিগত দুমাস আগে থেকে। প্রতিবেশী বাড়ীর মালিক রহিম সরদারে স্ত্রী তিনি প্রভাবশালীদের ক্ষমতা ব্যবহার করে বহুতলভবনের পাশে কোন জায়গা না রেখে কাজ চালিয়ে আছে।
বুধবার সকালে বহুতল ভবনের মাটি কেটে তার বিল্ডিংয়ের পশ্চিম পাশে মাটি খসে পরে গেলে বিল্ডিংটি ঝুকিপূর্ণ হয়।
তিনি বলেছেছে দুমাস পূর্বে বহুতল ভবনের মাটি কাটার সময় তাদের দেয়াল ভেঙ্গে পরে বাথরুম ও রান্নাঘরের প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি সাধন করা হয়েছে। এগুলো করে দিবে প্রতিশ্রুতি দিলে তারা টালবাহানা করে আজ পশ্চিমের দেয়াল ধসে গেলে বিল্ডিংটি ঝুকিপূর্ণ হয়।
এদিকে বাড়ির মালিকে ছেলে আব্বাস প্রতিবেদককে জানান তারা বার বার বলার পরও আমাদের ক্ষতি সাধন করতে তারা ১ ইন্চিও জায়গা ছাড়েনি এবং নকশা বহির্ভূত কাজ করছে নির্মানধীন ভবনের মালিক রহিম সরদার তিনি প্রশাসনের নিকট অনুরোধ করছেন বাড়িটি যেন নকশা বহির্ভূত না হয়।
এ ঘটনায় খবর পেয়ে দুপুরে সাভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মশিউর রহমান খান সম্রার নির্মাধীন বাড়ি পরিদর্শন করে ২৪ ঘন্টা সময় দিয়ে তাদেরকে সতর্ক করেন, তিনি বলেন দ্রুত সমধান করে নকশার নিয়ম অনুযায়ী কাজ করার আহবান জানান।
সাভার মডেল থানা পুলিশের উপ পরিদর্শক হেলাল ঘনানাস্থলে নির্মানধীন ভবন ও পাশের বিল্ডিং পরিদর্শন করেছেন।
Leave a Reply