করোনা মোকাবেলায় বিনামূল্যে একহাজার অধিক মাস্ক-সাবান বিতরন করলেন হরিরামপুরে জাতীয় হিন্দু মহাজোট
মোহাম্মদ আলী,মানিকগন্ঞ্জের হরিরামপুর থেকেঃ মানিকগন্ঞ্জের হরিরামপুরে বিভিন্ন স্থানে জাতীয় হিন্দু মহাজোট কর্তৃক মহামারী কোভিড দ্বিতীয় ধাপ মোকাবেলায় জন সাধারনের মাঝে বিনামূল্যে মাস্ক, সাবান বিতরন করেন।শক্রবার হরিরামপুর কান্ঠাবাজার এলাকায় সকাল থেকে দুপর পর্যন্ত প্রায় ১০০০ হাজার মাস্ক ও সাবান বিতরণ করেন সংগঠনটির কর্তৃপক্ষ।
মাস্ক ও সাবান বিতরনে এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি উত্তম কুমার দেবনাথ,সরকারি বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রতন কুমার দাস,চালা ইউপির হিন্দু মহাজোটের আহ্বায়ক অধীর মন্ডল।আরো উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা শাখার জাতীয় হিন্দু যুব মহাজোটের সাধারন সম্পাদক রাজীব কুমার দেবনাথ,উপজেলা জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সুশান্ত বিশ্বাস সিধু, উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের সহ-সভাপতি অপু রায়, বলড়া ইউপি হিন্দু মহাজোটের আদি চৌধুরী (পাখি),উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এমাদাদুল হক বাদল ভূইয়া,কান্ঠাপাড়া সেবাশ্রামের সাধারন সম্পাদক,দৈনিক এশিয়া বানীর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ আলীসহ উপজেলা জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট, ছাত্র মহাজোটের নেত্রীবৃন্দ্র অনেকেই উপস্থিত ছিলেন।
Leave a Reply