সাভারে বনগাঁও হারুন ফাউন্ডেশন এর পরিচালকআমানের উদ্যোগে অসহায় ও দুস্থদের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ..
শেখ এ কে আজাদ ও মোঃ রফিকুল ইসলাম জিলু সাভার ঢাকা
সাভার উপজেলাধীন বনগাঁও ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করেছেন হারুন ফাউন্ডেশন এর পরিচালক ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম আমান ।
আজ সোমবার (১০ মে) বিকেলে বনগাঁও এলাকায় তার নিজ বাসভবনে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব বস্ত্র বিতরণ করা হয়।
বনগাঁও ও আশপাশের এলাকার কয়েকশো অসহায়-দুস্থ নারী ও পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বিতরণকাজ তত্ত্বাবধান করেন বনগাঁও ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের মেম্বার সমসের আলী ও সার্বিক সহযোগিতা করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ।
হারুন ফাউন্ডেশন এর পরিচালক ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম আমান বলেন, করোনা প্রাদুর্ভাবে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাছাড়া সামনে ঈদ। করোনা মোকাবেলায় কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। ঈদ সকলেই এক সঙ্গে উপভোগ করতে তাদের মধ্যে লুঙ্গি ও শাড়ি বিতরণ করেছি।
Leave a Reply