ঈদে নাড়ীর টানে বাড়ী ফেরা হলো না মাগুড়ার মুরাদের
শেখ এ কে আজাদ,সাভার থেকেঃ
সাভারের হেমায়েপুরের বিমান পাপ্প সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে ঢাকা থেকে ঈদে বাড়ী ফেরার পথে মোটরসাইকেল আরোহী মুরাদ ৪০ ঘটনাস্থলে গাড়ীতে পিষ্ট হয়ে মারা গেছে অপর একজন মোটরসাইকেল চালক আহত হয়েছে।সোমবার বিকেল চারটার সময় এ ঘটনা ঘটে। তারা দুজনে বাল্যকালের বন্ধু একজন চাকরী করে আইটিতে আর যিনি মারা গেছেন তিনি রাজমিস্ত্রী কাজ করতো। মাগুড়া জেলায় মোহাম্মদপুর গ্রামের বাড়ী বাসু, মৃত্যু ব্যক্তি মুরাদ পিতা মুক্তার মোল্লা ছেলে।
বাড়ী ফেরার উদ্যেশ্য ছিল তার দুটি ছেকে মুসলমানি দিয়ে দিবে, নেয়েকে বিয়ে দিবে, আশা পুরুন হলো না প্রান কেড়ে নিল মোটরসাইকেল যোগে যাওয়া মহাসড়কের আরেক পিষ্ট করা পরিবহন।
সাভার হাইওয়ে থানার এসআই রিপন কুমার হালদার জানান মোটরসাইকেলের চালকসহ দূর্ঘটনায় মারা যাওয়া মুরাদকে উদ্ধার করে থানায় আনা হয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। তবে পিষ্ট করা গাড়ীকে আটক করা সম্ভব হয়নি। প্রচলিত আইনে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
Leave a Reply