সাভারে রশিদ গ্রুপের পরিচালক মুরহুম খোকনের মাগফিরাত কামনায় কুলখানি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
রফিকুল ইসলাম জিল্লু, সাভার থেকেঃ
সাভার হেমায়েতপুর ট্যানারি এলাকায় অবস্থিত রশিদ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক জয়নাল আবেদীন ভূইয়া খোকনের কুলখানী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরী ঢাকা হাইর্ড এন্ড স্কীনস লিমিটেড কারখানায় এ কুলখানী ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অংশ গ্রহণ করেন রশিদ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ রশিদ ভূইয়া,বাংলাদেশ ট্যানাস এসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ,বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিভিন্ন কারখানার মালিক ও শ্রমিকসহ আত্মীয় ম্বজন ও নিহতের বন্ধু বান্ধব অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য,গত ২৬ জুলাই কিডনি জনিত কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন রশিদ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক জয়নাল আবেদীন ভূইয়া খোকন। পরে তাকে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কাবিলপুর গ্রামে নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি পিতা মাতা ভাই বোন স্ত্রী ও এক সন্তানসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply